চাট্
লাট সাহেবের ঘাট্ হয়েছে
চাট্ মেরেছে ঘোড়া;
ললাট জুড়ে খুড় আদলের
কালসিটে এক জোরা!
বলছে লাটে- “পড়ছি বাটে
আমি কপাল পোড়া,
চাটাই তুলে- চলছি বাড়ি
বিজয়ী আজ তোরা!”
চাট্ মেরেছে ঘোড়া;
ললাট জুড়ে খুড় আদলের
কালসিটে এক জোরা!
বলছে লাটে- “পড়ছি বাটে
আমি কপাল পোড়া,
চাটাই তুলে- চলছি বাড়ি
বিজয়ী আজ তোরা!”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০২/১১/২০২০অনুভবে সুন্দর
-
ফয়জুল মহী ০২/১১/২০২০স্নিগ্ধোজ্জ্বল লেখনী
নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ -
হাজেরা কোরেশী অপি ০২/১১/২০২০সুন্দর এবং মনোমুগ্ধকর রচনা, ভালো থাকেন কবি চিরন্তন।
-
কল্পনা বিলাসী ০২/১১/২০২০সুন্দর
-
শ্রীমান দে ০২/১১/২০২০অতুলনিয় কবিবর। ভাল থাকবেন।