পাতা পরিধান
গবেষনা হওয়া দরকার
ভাবুক এ নিয়ে সরকার!
সংসদে বিল উঠুক
তর্কে ফোয়ারা ফুটুক!
পাতা পড়া হোক পাশ
ঘটুক জাতির সর্বনাশ!
সর্বনাশেরই বা কি?
কতো সয়ে চলেছি...
শিখতে খিচুরি রান্না
কোটিটাকা গেলে ‘মান্না’!
কার কি আসে যায়
সৌখিন এ খরচায়?
আমরা দেবোই ভ্যাট
ভরুক ওদেরই পেট!
ভাবুক এ নিয়ে সরকার!
সংসদে বিল উঠুক
তর্কে ফোয়ারা ফুটুক!
পাতা পড়া হোক পাশ
ঘটুক জাতির সর্বনাশ!
সর্বনাশেরই বা কি?
কতো সয়ে চলেছি...
শিখতে খিচুরি রান্না
কোটিটাকা গেলে ‘মান্না’!
কার কি আসে যায়
সৌখিন এ খরচায়?
আমরা দেবোই ভ্যাট
ভরুক ওদেরই পেট!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাজেরা কোরেশী অপি ৩০/১০/২০২০আপনার কবিতায় খুবই সুন্দর ভাবে বেজে উঠেছে অনিয়মের ঘন্টা। ভালো থাকুন কবি চিরন্তন।
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ৩০/১০/২০২০ভরুক ওদেরি পেট!
-
ফয়জুল মহী ৩০/১০/২০২০সুকোমল চিন্তা
-
আব্দুর রহমান আনসারী ৩০/১০/২০২০চমৎকার ছড়া
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/১০/২০২০খুব ভালো লেখা।