চাবি নাই
কবিরা একটু পাগল-ই হয়-
আগে থেকে তা জানতাম
তুমিও একটু পাগল পাগল
মনে প্রাণে তাই মানতাম!
কিন্তু এতোটা নির্বোধ তুমি
সেটা কখনো ভাবি নাই!
দুইক্রোশ পথ এসে বলছো
আমার কাছে তো চাবি নাই!
আগে থেকে তা জানতাম
তুমিও একটু পাগল পাগল
মনে প্রাণে তাই মানতাম!
কিন্তু এতোটা নির্বোধ তুমি
সেটা কখনো ভাবি নাই!
দুইক্রোশ পথ এসে বলছো
আমার কাছে তো চাবি নাই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/১০/২০২০
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/১০/২০২০অসাধারণ।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১০/২০২০বাঃ
-
ফয়জুল মহী ২৭/১০/২০২০Super
-
আব্দুর রহমান আনসারী ২৭/১০/২০২০nice
ভাল লাগলো।