পুলিশের লোক
ছোটোখাটো ফ্লেক্সী লোডের ব্যবসা আমার সাথে কিছু ইলেট্রিক সরঞ্জাম বেচাকেনা করি। সকালবেলা দোকান খুলে ঝাড়ু-টারু দিয়ে বসেছি। একজন লোক এলেন হাতে একটি ব্যবহৃত পুরাতন রাইচ কুকার সম্ভবত নষ্ট। আমাকে বললেন-
-আপনার দোকানে টেষ্টার আছে?
-জি আছে।
-দিন তো একটা।
আমি নতুন প্যাকেট খুলে একটি টেষ্টার বের করে দিলাম। তিনি দোকানের বারান্দায় বসে টেষ্টারটি দিয়ে রাইচ কুকারের জং ধরা স্ক্রু খোলার চেষ্টা করতে লাগলেন এবং এক পর্যায়ে টেষ্টারটি ভেঙ্গে ফেললেন। টেষ্টারের ভেতরে থাকা স্পিং এবং বাল্বটি হারিয়ে গেলো। ভাঙ্গা টেষ্টারটি তিনি আমার দোকানের শো-কেসের উপর রেখে বললেন-
-এটা ভালো টেষ্টার নয়। (রাইচ কুকারটি দেখিয়ে) এই স্ক্রুগুলো খোলার মতো স্ক্রু-ড্রাইভার আছে?
-নেই।
তিনি রাইচ কুকারটি নিয়ে হাঁটা শুরু করলেন। আমি পেছন থেকে ডাকলাম-
-ও ভাই ও ভাই! টেষ্টারটি যে ভেঙ্গে ফেলেছেন এর মূল্য কই দিলেন?
তিনি যেন আমাকে শুনতেই পেলেন না। চলে গেলেন। আমার নিকটবর্তী আরেকজন দোকানদার বিষয়টা লক্ষ্য কররছিলেন। তথাপি কৌতুহলী হয়ে জানতে চাইলেন কি হলো? তাকে ঘটনা বলতেই তিনি বললেন-
-উনি পুলিশের লোক। ফাঁড়িতে নতুন এসেছেন।।
-আপনার দোকানে টেষ্টার আছে?
-জি আছে।
-দিন তো একটা।
আমি নতুন প্যাকেট খুলে একটি টেষ্টার বের করে দিলাম। তিনি দোকানের বারান্দায় বসে টেষ্টারটি দিয়ে রাইচ কুকারের জং ধরা স্ক্রু খোলার চেষ্টা করতে লাগলেন এবং এক পর্যায়ে টেষ্টারটি ভেঙ্গে ফেললেন। টেষ্টারের ভেতরে থাকা স্পিং এবং বাল্বটি হারিয়ে গেলো। ভাঙ্গা টেষ্টারটি তিনি আমার দোকানের শো-কেসের উপর রেখে বললেন-
-এটা ভালো টেষ্টার নয়। (রাইচ কুকারটি দেখিয়ে) এই স্ক্রুগুলো খোলার মতো স্ক্রু-ড্রাইভার আছে?
-নেই।
তিনি রাইচ কুকারটি নিয়ে হাঁটা শুরু করলেন। আমি পেছন থেকে ডাকলাম-
-ও ভাই ও ভাই! টেষ্টারটি যে ভেঙ্গে ফেলেছেন এর মূল্য কই দিলেন?
তিনি যেন আমাকে শুনতেই পেলেন না। চলে গেলেন। আমার নিকটবর্তী আরেকজন দোকানদার বিষয়টা লক্ষ্য কররছিলেন। তথাপি কৌতুহলী হয়ে জানতে চাইলেন কি হলো? তাকে ঘটনা বলতেই তিনি বললেন-
-উনি পুলিশের লোক। ফাঁড়িতে নতুন এসেছেন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৪/২০২১পুলিশ না ফুলিশ
-
কল্পনা বিলাসী ২২/১০/২০২০nice
-
দীপঙ্কর বেরা ২১/০৯/২০২০বেশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৯/২০২০পুলিশের লোকের টাকা দেয়া উচিত ছিলো।
-
রায়হান ছিদ্দিক ফয়সাল ২১/০৯/২০২০দারুণ
-
ফয়জুল মহী ২১/০৯/২০২০নান্দনিক সৃৃষ্টি।