অল্প কথার গল্প
অল্প কথার গল্পে যদি
যায় ছড়িয়ে আলো-
যে যাই বলুক বলবো আমি
সেটাই অনেক ভালো!
সত্য ন্যায়ের তথ্য নিয়ে-
ছড়ায় আগুন জ্বালো,
দূর হয়ে যাক সমাজ থেকে
যতো আঁধার কালো!
যায় ছড়িয়ে আলো-
যে যাই বলুক বলবো আমি
সেটাই অনেক ভালো!
সত্য ন্যায়ের তথ্য নিয়ে-
ছড়ায় আগুন জ্বালো,
দূর হয়ে যাক সমাজ থেকে
যতো আঁধার কালো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২০/০৯/২০২০ছোটো কথায় গল্প ।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৯/০৯/২০২০সুন্দর উপস্থাপনা
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৯/২০২০ভালো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৯/২০২০wonderful
-
ফয়জুল মহী ১৮/০৯/২০২০চমৎকার লিখেছেন