ভুত
সুৎ করে ভুত ঢুকে বসে ড্রয়িং রুমে
মা ছিলেন পাঁকঘরে বাবু ছিলো ঘুমে।
আমি একা খেলছিলাম
পঁ পঁ গাড়ি ঠেলছিলাম
হঠাৎ আমাকে ধরে- দুই গাল চুমে।।
"খেলনা ফেলনা সব ছেঁ ছেঁ ধুৎত্তরি!
ঐ যে আমার বাইক চল গিয়ে চড়ি,
নেই ভয়, নেই ডর
ঘুরে আসি প্রান্তর!
চল আজ দু-জনাতে সখ্যতা গড়ি। "
তারপর সব ইতিহাস। ভুতের ডেড়ায় আরো কয়েকটি ভুত ছিলো। তারা সবাই মিলে যুক্তি করে খোকাকে অপহরণ করেছে তার বাবার থেকে মোটা অঙ্কের মুক্তিপণের টাকা লাভের আশায়। তিনদিন পর একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে খোকার লাশ। থানা-পুলিশ অনেক হামতাম দৌড়-ঝাপ করেও কোন ভুতকে ফাঁদে ধরতে পারেনি, ভরতে পারেনি সরকারী বোতলে। (কাল্পনিক)
মা ছিলেন পাঁকঘরে বাবু ছিলো ঘুমে।
আমি একা খেলছিলাম
পঁ পঁ গাড়ি ঠেলছিলাম
হঠাৎ আমাকে ধরে- দুই গাল চুমে।।
"খেলনা ফেলনা সব ছেঁ ছেঁ ধুৎত্তরি!
ঐ যে আমার বাইক চল গিয়ে চড়ি,
নেই ভয়, নেই ডর
ঘুরে আসি প্রান্তর!
চল আজ দু-জনাতে সখ্যতা গড়ি। "
তারপর সব ইতিহাস। ভুতের ডেড়ায় আরো কয়েকটি ভুত ছিলো। তারা সবাই মিলে যুক্তি করে খোকাকে অপহরণ করেছে তার বাবার থেকে মোটা অঙ্কের মুক্তিপণের টাকা লাভের আশায়। তিনদিন পর একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে খোকার লাশ। থানা-পুলিশ অনেক হামতাম দৌড়-ঝাপ করেও কোন ভুতকে ফাঁদে ধরতে পারেনি, ভরতে পারেনি সরকারী বোতলে। (কাল্পনিক)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২০/০৯/২০২০বাহ্ চমৎকার
-
পি পি আলী আকবর ১৮/০৯/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৭/০৯/২০২০চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৯/২০২০বাঃ, বেশ!