অবুঝ প্রেম
প্রেমটা তোমার শাখের করাত
আসতে যেতে কাটো!
সুখের স্বপন কেড়ে নিয়ে-
দুঃখের প্রসাদ বাঁটো!
আমার দেহ নীল হয়েছে
তোমার প্রেমের বিষে,
তাও বুঝিনা মনটা কেন
ঐ তোমাতেই মিশে!!
আসতে যেতে কাটো!
সুখের স্বপন কেড়ে নিয়ে-
দুঃখের প্রসাদ বাঁটো!
আমার দেহ নীল হয়েছে
তোমার প্রেমের বিষে,
তাও বুঝিনা মনটা কেন
ঐ তোমাতেই মিশে!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিয়ান আহম্মেদ সাব্বির ১৫/১২/২০১৭Gf
-
মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) ১৪/১২/২০১৭darun
-
হুসাইন দিলাওয়ার ১৪/১২/২০১৭বাহ