বিরান ভূঁই
তুই তো আমার আপন ছিলি
আমি ছিলাম পর,
তাই হলোনা তোর আর আমার
বাঁধা সুখের ঘর!
আমার তাতে যায় আসে না
সুখে থাকিস তুই!
আমি না হয় শস্য-বিহীন
হলাম বিরান ভূঁই!
আমি ছিলাম পর,
তাই হলোনা তোর আর আমার
বাঁধা সুখের ঘর!
আমার তাতে যায় আসে না
সুখে থাকিস তুই!
আমি না হয় শস্য-বিহীন
হলাম বিরান ভূঁই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৬/০৯/২০১৭অপূর্ব!!!
-
ফয়েজ উল্লাহ রবি ০৫/০৯/২০১৭বেশ লিখেছেন।
-
মুক্তপুরুষ ০৫/০৯/২০১৭অসাধারণ কবি!