কাঁটায় ঘেরা ফুল
তোমার জন্য
করেছি অন্য
আপন ছিলো যারা।
ভেবেছি কন্যা
তুমি অনন্যা
হয়েছি পাগল পারা!
বুঝিনি কিছু
উচু ও নীচু
সাগর-পাহাড়-নদী,
তোমার পানে
প্রেমের টানে
ছুটেছি যে নিরবধি!
কিন্তু শেষে
দেখেছি এসে
আমার সকলই ভুল
নও মানবী
তুমি দানবী
কাঁটায় ঘেরা ফুল!
করেছি অন্য
আপন ছিলো যারা।
ভেবেছি কন্যা
তুমি অনন্যা
হয়েছি পাগল পারা!
বুঝিনি কিছু
উচু ও নীচু
সাগর-পাহাড়-নদী,
তোমার পানে
প্রেমের টানে
ছুটেছি যে নিরবধি!
কিন্তু শেষে
দেখেছি এসে
আমার সকলই ভুল
নও মানবী
তুমি দানবী
কাঁটায় ঘেরা ফুল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ০৩/০৯/২০১৭বেশ ভালো লাগলো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৯/২০১৭খুব ভালো।
-
সমির প্রামাণিক ০৩/০৯/২০১৭বাহ! সুন্দর। শুভেচ্ছা রইলো।
-
বিদ্রোহী শিহাব ০৩/০৯/২০১৭বাহ্ কবির চমৎকার শব্দশৈলী! !
-
সাঁঝের তারা ০২/০৯/২০১৭অপূর্ব!!!
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৯/২০১৭সুন্দর!