মন ভেজাতে
মন ভেজাতে চাইনা সখি-
মন তো ভিজেই আছে,
আমার চোখে চেয়ে দেখো
বর্ষা কেমন নাচে!
ধুসর ধুসর স্বপ্নগুলো
স্মৃতির মাঠে উড়ায় ধুলো
অযুত আশার প্রজাপতি
তার ছোঁয়াতেই বাঁচে!
মন তো ভিজেই আছে,
আমার চোখে চেয়ে দেখো
বর্ষা কেমন নাচে!
ধুসর ধুসর স্বপ্নগুলো
স্মৃতির মাঠে উড়ায় ধুলো
অযুত আশার প্রজাপতি
তার ছোঁয়াতেই বাঁচে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৮/২০২৪দারুণ লেখা কবিবর