চোখ বুজলেই দেখি বীরঙ্গনা মাকে
চোখ বুজলেই দেখি আমি__বীরঙ্গনা মাকে,
আমার বীরঙ্গনা মাকে!
একাত্তরে নর-পিচাশ__ক্ষত করেছে যাঁকে|
আমি তখন অবুঝ শিশু,__বয়স মোটে চার,
বুকেই ছিলাম মার!
ওরা যখন ধরলো মাকে, করেছি চিৎকার|
আমায় ছুড়ে ফেললো দূরে, মাটি-কাঁদা-জল,
পাঁচ শুয়োরের দল!
আমার মায়ের আব্রু কেড়ে বাধায় কোলাহল|
একের পর এক! সেসব কথা কেমন করে লেখি?
দূর্ঘটনা সে কি!
চোখ বুজলে আজও আমি__মাকেই শুধু দেখি|
আমার বীরঙ্গনা মাকে!
একাত্তরে নর-পিচাশ__ক্ষত করেছে যাঁকে|
আমি তখন অবুঝ শিশু,__বয়স মোটে চার,
বুকেই ছিলাম মার!
ওরা যখন ধরলো মাকে, করেছি চিৎকার|
আমায় ছুড়ে ফেললো দূরে, মাটি-কাঁদা-জল,
পাঁচ শুয়োরের দল!
আমার মায়ের আব্রু কেড়ে বাধায় কোলাহল|
একের পর এক! সেসব কথা কেমন করে লেখি?
দূর্ঘটনা সে কি!
চোখ বুজলে আজও আমি__মাকেই শুধু দেখি|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৭/২০২৪মুগ্ধ কবিবর
-
শ.ম. শহীদ ১৬/১১/২০২২================
‘ইয়ে’র আগে সবাই আঁকে
রঙিন রঙিন ছবি!
ইয়ের পরে- “বাঁচাও মালিক!
যাচ্ছে ডুবে সবই!
================
সঙের ঢঙে দুখের জীবন
দুর্বিপাকে ঘোরে-
সৌদামিনী রঙিন পাখায়
আকাশ নীলে ওড়ে!
“ওরে সৌদা থাম
ঝরে রক্ত-ঘাম!”
সৌদা যেন বল পেয়ে যায়
ছোটে আরো জোরে!
অর্ধাঙ্গিনী কই হলো সে?
আমার একাই পোড়ে!
===============
জ্বললে জীবন বললে কিগো
অসুখ কিছু কমে?
কাঁপানি নয়, হাঁপানীর টান
সইছি দমে দমে!
বোঝেনা সে সৌদামিনী-
অন্ন বেচে বিলাস কিনি!
ঝাক্কা-নাক্কা পার্টি ওদিক,
এদিক টানে জমে!
==============
ছোট হোন আর বড়ো-ই,
ধনী কিংবা গরিব;
ইয়ে করে টিয়ে আনলে
শুরু জীবন জরিপ!
সৌদামিনী ‘স’-এর মাপ
বাড়ায় কেবল রক্তচাপ!
শরিফ তখন থাকেনা আর
সত্যিকারের শরিফ!
===============
সুজন বন্ধু সুজন ছিলো
ইয়ে করার আগে-
এখন কুজন, ক্যু-করছেন,
পা রাখছেন দাগে!
উপরে ঠিক,
ভিতরে তোলপাড়
কেউ করে
না হিসাবখানা তার!
অন্যরা সব ক্ষীর-দধিতে
লঙ্কা নিজের ভাগে!! -
হাসান কাবীর ২৯/০৪/২০১৬সাহসী লেখনী, খুব ভালো হয়েছে।
-
ঋজু কবি ১৬/০৪/২০১৬Ashadharan bidhrori kobita . samaj chtona mulok kobita .
bhalo lakhoni . -
মোবারক হোসেন ০৬/০৪/২০১৬ভাল।।
-
পদ্মনীল ৩১/০৩/২০১৬আশা করি বীরাঙ্গনা মা তার সম্মান ফিরে পাবে।
-
মলয় ঘটক ৩০/০৩/২০১৬ভালো লাগল শহীদ ভাই।