আমার খবর রাখো কই
আমি যখন ফাইভে পড়ি
তুমি পড়তে নাইনে!
তোমার সাথে আমার পিরিত
হয় কী কোন আইনে?
তবু তুমি নাছোড় ছিলে-
মাকে নিয়ে পটিয়ে
সেজে গেলে আমার ম্যাডাম
রাজু স্যারকে হটিয়ে!
রোজ বিকেলে পড়াতে এসে
করতে কতো ফন্দি!
একদিন ঠিক তোমার জালে
হলাম আমি বন্ধি!
তোমার কথা ভাবতে গেলে-
আমি বড় অবাক হই!
এখন তুমি কোথায় থাকো?
আমার খবর রাখো কই?
তুমি পড়তে নাইনে!
তোমার সাথে আমার পিরিত
হয় কী কোন আইনে?
তবু তুমি নাছোড় ছিলে-
মাকে নিয়ে পটিয়ে
সেজে গেলে আমার ম্যাডাম
রাজু স্যারকে হটিয়ে!
রোজ বিকেলে পড়াতে এসে
করতে কতো ফন্দি!
একদিন ঠিক তোমার জালে
হলাম আমি বন্ধি!
তোমার কথা ভাবতে গেলে-
আমি বড় অবাক হই!
এখন তুমি কোথায় থাকো?
আমার খবর রাখো কই?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ১৩/০৭/২০১৬খুব সুন্দর মজার কবিতা।
-
মনীষ তালধী ৩০/০৬/২০১৬খুব সুন্দর হয়েছে
-
আনিসা নাসরীন ২৭/০৬/২০১৬ছোট বেলার প্রেম
-
মোবারক হোসেন ২৬/০৬/২০১৬ভাল লাগলো পড়ে।
-
দ্বীপ সরকার ২৫/০৬/২০১৬ভালো লিখেছেন কবি।
-
নাবিক ২৫/০৬/২০১৬
-
মোবারক হোসেন ২৫/০৬/২০১৬ভাল লাগলো পড়ে।
-
অঙ্কুর মজুমদার ২৫/০৬/২০১৬vlo