শিক্ষক
শিক্ষক হবো; শিক্ষা দিবো
মান বাঁচাবো দেশের
চলবে কলম ন্যায় নীতিতে
ভয়টা মোদের কীসের?
আজকে যারা ছাত্রসমাজ
কাল ধরবে দেশের হাল
অজ্ঞতাকে ঠেলব দূরে
আনব নতুন সকাল।
অবহেলা নয়কো মোদের
আমরা শিক্ষা গুরু
শিক্ষার আলোয় ভয় পাবে সে
অজ্ঞরা আর ভীরু।
শিক্ষা ছাড়া কেউ কখনো
দেখবে নাকো আলো
আজকে সবার একটাই পণ
শিক্ষক হবো চলো।
মান বাঁচাবো দেশের
চলবে কলম ন্যায় নীতিতে
ভয়টা মোদের কীসের?
আজকে যারা ছাত্রসমাজ
কাল ধরবে দেশের হাল
অজ্ঞতাকে ঠেলব দূরে
আনব নতুন সকাল।
অবহেলা নয়কো মোদের
আমরা শিক্ষা গুরু
শিক্ষার আলোয় ভয় পাবে সে
অজ্ঞরা আর ভীরু।
শিক্ষা ছাড়া কেউ কখনো
দেখবে নাকো আলো
আজকে সবার একটাই পণ
শিক্ষক হবো চলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৪/২০২৩অসাধারণ লেখা।
-
শ.ম. শহীদ ০৬/০৯/২০২২খুব সুন্দর হয়েছে সম্মানিত কবি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/০৯/২০২২সুন্দর ভাবনার প্রকাশ।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/০৯/২০২২শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। সমাজের রুপকার।
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৯/২০২২শিক্ষকসমাজের অগ্রগতি হোক।
-
ফয়জুল মহী ০৫/০৯/২০২২মনোমুগ্ধকর ভাবনার প্রকাশ