www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথহারা

দুই বন্ধু নগদ আর বাকী ঈদের ছুটিতে বাড়িতে যাবে। বাড়ীতে যাওয়ার পূর্বে তারা কিছু কেনা কাটা করবে। দুজন মিলে রওনা হলো ঢাকার একটি শপিং মলের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছাল শহরের এক নামীদামী শপিং মলে।
বাকী: চল দোস্ত ঐ দোকানে যাই
নগদ: ঠিক আছে চল।
বাকী: দেখতো নগদ ঐ প্যান্ট কেমন লাগে?
নগদ: ভালোইতো।
বাকী: আচ্ছা ভাই প্যান্টটার দাম কত?
দোকানদার: ৩২০০ টাকা।
নগদ: দোকানদার ভাই, এতো দাম চাচ্ছেন কেন?
দোকানদার: ভাই এটা ইন্ডিয়ান; দাম একটু বেশী।
বাকী: নগদ চল; অন্য দোকানে যাই।
দুই বন্ধু যথারীতি অন্য দোকানে গেল। এবার তারা একটি লেডিস আইটেম দেখবে।
বাকী: নগদ দেখতো ছোট বোনের জন্য ঐ জামাটা পছন্দ হয় কিনা?
নগদ: ঐ পাশের টা দেখ।
বাকী: ভাই ঐটা নামানতো দেখি।
দোকানদার: এই নেন ভাই; জিনিস ভালো।
বাকী: দাম কত?
দোকানদার: ৪৫০০ টাকা
নগদ: কী বলেন ভাই; এতো অনেক দাম চাচ্ছেন।
দোকানদার: না ভাই! এটা আসলে ইন্ডিয়ান ফেব্রিক্সতো তাই দাম একটু বেশী দিতে হবে।
বাকী: না ভাই আমাদের বাজেট কম; রেখে দেন।
নগদ: চলরে বাকী আমরা বাড়ী ফিরে যাই।
বাকী: ঠিক আছে চল; এই বলে তারা মার্কেট থেকে বের হবে এমন সময় পাশের একটি দোকানদার বলল; ভাই কিছু লাগবে?
নগদ: না ভাই!
দোকানদার: তো আপনারা কী খুঁজতাছেন?
দুই বন্ধু সমস্বরে বলে উঠল ভাই; বাংলাদেশে যাবার রাস্তা।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৭২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৮/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast