www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পশু রহস্য

ছুটির দিন সান্টু তার বাবাসহ চিড়িয়াখানায় যাবে।
বাবা: দ্রুত তৈরী হয়ে নে সান্টু
সান্টু: আমি তৈরী বাবা
বাবা: চল দ্রুত যাই। বেলা অনেক হয়েছে।
এ বলে সান্টু ও তার বাবা ঘর থেকে বের হল। পথের মধ্যে যেতেই সান্টু দেখলো রাস্তার পাশে কিছু মানুষের ভীড়।
সান্টু: বাবা ওখানে কি হচ্ছে চল দেখি
বাবা: না প্রয়োজন নেই চল যাই
সান্টু: না বাবা চল যাই
বাবা: চলো দেখে আসি
সান্টু: দেখছো বাবা ঐ মানুষটাকে মেরে কী রক্তাক্ত করেছে? তার সমস্ত শরীর বেয়ে রক্ত ঝরছে। কারা এমন করল বাবা?
বাবা: খবর নিয়ে দেখল। ভাড়ার টাকা চাওয়াতে এক পাষণ্ড রিকশা ওয়ালার এ অবস্থা করেছে।
সান্টু: আবার বলল কে মেরেছে বাবা?
বাবা: কষ্ট নিয়ে বলল। এটা পশুর কাজ।
তার পর বাবা ও ছেলে দুজনেই চলল চিড়িয়াখানার উদ্দেশ্যে। দুজনেই টিকিট কেঁটে চিড়িয়াখানার ভিতর ঢুকল।
সান্টু: বাবা এখানে কি কি দেখতে পাওয়া যায়।
বাবা: বিভিন্ন পশু ও জীবজন্তু (বিরল সব প্রাণী)
সান্টু ও তার বাবা সারাদিন চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখল। সময় যখন সন্ধ্যার কিছু আগে তখন...
বাবা: চলো যাই সান্টু
সান্টু: বাবা যাবো। কিন্তু ঐ পশুটাকেতো দেখলাম না!
বাবা: কোন পশু?
সান্টু: ঐ যে রিক্সা ওয়ালাকে রক্তাক্ত করলো।
বাবা: ঐ পশু চিড়িয়াখানায় থাকে না।
সান্টু: কেন বাবা?
বাবা: চিড়িয়াখানার এই পশুদের অপমান হবে তাই!!!
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৮২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast