বৈষম্যহীন স্বাধীনতা
এক স্কুলের ছাত্র মোরা
এক ক্লাসেই পড়ি
তবু কেন দিন দুপুরে
এতো আড়াআড়ি।
এক ভাষাতেই কাব্য রচি
ঘুমাই মায়ের কোলে
চাই না তাই আর রক্তপাত
যাই ভেদাভেদ ভূলে।
একই রংয়ের রক্ত যখন
সকল শিরায় বয়
কালো কিংবা সাদার দলে
আমরা কেউ নয়।
স্বাধীন দেশে বাস করে তাই
চাই না দেখতে রক্ত
জন্ম মোদের এ দেশেতে
সবাই সবার ভক্ত।
লাভ কী হবে ভীন্নমতে
অভিন্ন এ বাংলায়
হবে না'তো বৈষম্য
অন্য কোন হামলায়।
এক ক্লাসেই পড়ি
তবু কেন দিন দুপুরে
এতো আড়াআড়ি।
এক ভাষাতেই কাব্য রচি
ঘুমাই মায়ের কোলে
চাই না তাই আর রক্তপাত
যাই ভেদাভেদ ভূলে।
একই রংয়ের রক্ত যখন
সকল শিরায় বয়
কালো কিংবা সাদার দলে
আমরা কেউ নয়।
স্বাধীন দেশে বাস করে তাই
চাই না দেখতে রক্ত
জন্ম মোদের এ দেশেতে
সবাই সবার ভক্ত।
লাভ কী হবে ভীন্নমতে
অভিন্ন এ বাংলায়
হবে না'তো বৈষম্য
অন্য কোন হামলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রনোজিত সরকার(বামুনের চাঁদ) ১৫/০৪/২০১৯খুব সুন্দর একটি লেখা👌
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৪/২০১৯ভালো।
-
পি পি আলী আকবর ০৫/০৪/২০১৯ভালোই
-
নাসরীন আক্তার রুবি ২৯/০৩/২০১৯ভালো লাগলো