প্রভাতফেরী
আমার দেশে বিপ্লব লেগেছে
উষ্ণ আলয়ে দ্বন্দ্বের অন্ধকারে,শুনি,
তোলোয়ারের আঘাতে রক্তক্ষরণের কথা।
ফুলকির মতো ছুটছে,টগবগিয়ে ফুটছে
জলের ভেতর অশ্রু, বাতাসের ভেতর আর্তনাদ
মাটির ভেতর ভূমিকম্প,চোখের ভেতর কান্না।
তৃষ্ণার্ত যোদ্ধার পিপাসা কাতর অবয়ব
যায় পাওয়া উত্তপ্ত বালুকায়।
অস্ত্রের ঝনঝনানি, লাঠির শব্দ,
মুমূর্ষু বীরের বিপর্যস্ত দৃশ্য,অথচ,
প্রান্তরে বিন্দুমাত্র নেই কোন রক্তকণা ।
তুমি কি ভেবেছো?
অন্তরে রক্তক্ষ্রণ হবে!
পাষাণ এ হৃদয়ে রক্ত জমাট বেঁধে গেছে
রক্ত মাংসের শরীরে ভালবাসা যতটা খুঁজে,
তার শতধিক বেশি ভালবাসার জন্য
মানুষ ভালবাসেই খোঁজে
শরীরে হার মেনে যায়।
সহস্র শতাব্দির
রক্তমাখা, জমাট বাঁধা
ভুঁইচাঁপার দেশে বিলুপ্ত হাসি গুলো
মিলিত হয়েছে ভরা জ্যোৎস্নাময় রজনীতে।
বৃক্ষ তটে মধ্য রজনীতে
মিছিলে মিছিলে স্লোগান ধরে
প্রভাতফেরী ঝিঝিপোকার দেশে।
সাঞ্জু
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
উষ্ণ আলয়ে দ্বন্দ্বের অন্ধকারে,শুনি,
তোলোয়ারের আঘাতে রক্তক্ষরণের কথা।
ফুলকির মতো ছুটছে,টগবগিয়ে ফুটছে
জলের ভেতর অশ্রু, বাতাসের ভেতর আর্তনাদ
মাটির ভেতর ভূমিকম্প,চোখের ভেতর কান্না।
তৃষ্ণার্ত যোদ্ধার পিপাসা কাতর অবয়ব
যায় পাওয়া উত্তপ্ত বালুকায়।
অস্ত্রের ঝনঝনানি, লাঠির শব্দ,
মুমূর্ষু বীরের বিপর্যস্ত দৃশ্য,অথচ,
প্রান্তরে বিন্দুমাত্র নেই কোন রক্তকণা ।
তুমি কি ভেবেছো?
অন্তরে রক্তক্ষ্রণ হবে!
পাষাণ এ হৃদয়ে রক্ত জমাট বেঁধে গেছে
রক্ত মাংসের শরীরে ভালবাসা যতটা খুঁজে,
তার শতধিক বেশি ভালবাসার জন্য
মানুষ ভালবাসেই খোঁজে
শরীরে হার মেনে যায়।
সহস্র শতাব্দির
রক্তমাখা, জমাট বাঁধা
ভুঁইচাঁপার দেশে বিলুপ্ত হাসি গুলো
মিলিত হয়েছে ভরা জ্যোৎস্নাময় রজনীতে।
বৃক্ষ তটে মধ্য রজনীতে
মিছিলে মিছিলে স্লোগান ধরে
প্রভাতফেরী ঝিঝিপোকার দেশে।
সাঞ্জু
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ১০/০৬/২০২১সুন্দর লিখেছেন। বিপ্লবের দেশে বিপ্লবী প্রভাতফেরী ///
-
আরিফ আহমেদ খান ১০/০৬/২০২১খুব সুন্দর
-
আমিনুল ইসলাম সৈকত ১০/০৬/২০২১সুন্দর ভাবের প্রকাশ।আমার ওয়াল ঘুরে আসবেন কবি
-
আলমগীর সরকার লিটন ১০/০৬/২০২১খুব সুন্দর ভাবনার প্রকাশ কবি