www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রক্তে লেখা কবিতা আমার

রক্তে লেখা কবিতা আমার স্বাধীন দেশের কথা,
রক্তে লেখা কবিতা আমার মুক্তি পেতে শেখা।
রক্তে লেখা কবিতা আমার বৃটিশ বিরোধে আঁকা,
রক্তে লেখা কবিতা আমার ইংরেজ শোষণের ছবিটা,
রক্তে লেখা কবিতা আমার বাংলা মায়ের প্রাণ,
রক্তে লেখা কবিতা আমার বাংলার প্রতি টান।
রক্তে লেখা কবিতা আমার স্বাধীন বাংলার কথা,
রক্তে লেখা কবিতা আমার সমাজের প্রতিচ্ছবিটা।
রক্তে লেখা কবিতা আমার পাক বাহিনীর কথা,
রক্তে লেখা কবিতা আমার শোষণের সেই ছবিটা।
রক্তে লেখা কবিতা আমার স্বাধীন বাংলা বর্ণমালা,
রক্তে লেখা কবিতা আমার বাংলা মায়ের হস্ত বালা।
রক্তে লেখা কবিতা আমার বঙ্গবন্ধুর কথা,
রক্তে লেখা কবিতা আমার মুক্তি যুদ্ধের কথা।
রক্তে লেখা কবিতা আমার মানুষের স্বাধীনের কথা,
রক্তে লেখা কবিতা আমার দেশের কথা বলে,
রক্তে লেখা কবিতা আমার স্বাধীন দেশে চলে।
রক্তে লেখা কবিতা আমার সত্য পথে চলে,
রক্তে লেখা কবিতা আমার অন্যায়ের বিরুদ্ধে চলে।
রক্তে লেখা কবিতা আমার একাত্তরের কথা বলে,
রক্তে লেখা কবিতা আমার দেশের স্বাধীনতার কথা বলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ
  • ফয়জুল মহী ১১/০২/২০২৩
    ভীষণ ভালো লাগলো চমৎকার অনুভূতি প্রকাশ
 
Quantcast