ভারতবর্ষে মুসলমানদের শাসন
১২০৪ খ্রিষ্টাব্দে যখন মুসলমানদের শাসনের নতুন সূচনা উন্মেষ প্রকাশ করে। তারপর থেকে ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মুসলমানদের শাসন। একে একে যখন দখলে আসতে থাকে মুসলমানদের দখলে তখন থেকে চারদিকে হইচইয়ের ভাষন পড়ে যায়। একের পর এক শাসক যখন বিভিন্ন রাজ্য দখল করতে থাকে তখন হিন্দুদের ভিতর ক্ষুব্দ মনোভাব সৃষ্টি হতে থাকে মুসলমানদের উপর।
এভাবে আসতে আসতে ভারতবর্ষে নতুন আগমন শুরু মুসলমানদের শাসন। তখনোও ভারত বর্ষে হিন্দু ছিল বেশি। কিন্তু কোনো মুসলিম শাসক কোনো মুসলমানদের উপর কোনো অত্যাচার, নির্যাতন করে নি। সেই সময় যদি মুসলমানরা চাইক
তো যে পুরো ভারতবর্ষকে মুসলমানে পরিনতি করবো তাহলে কিন্তু পারতো। কিন্তু কেন করেনি.?
কারণ ইসলাম শান্তির ধর্ম। তাহলে কিন্তু পুরো ভারতবর্ষে কোনো হিন্দু পাওয়া যেতু না। আমার মতে, সেটাই ভালো ছিল যে পুরো ভারতবর্ষকে মুসলমানে পরিনতি করার। এখন যে সময় এসেছে। আমি বর্তমানের কথা বলছি। বর্তমানে কেন আমাদের মুসলিমদের উপর এত অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়েছে। কেন একের পর এক নির্যাতন। কেন মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা হচ্ছে। কি চায় এই ভারত। কি দোষ করেছে মুসলমানেরা। কেন আমার নবীকে নিয়ে কূটনৈতিক করা হয়। মধ্যযুগে মুসলিম শাসকেরা তু তা করে নাই। আমার মতে এটাই উচিত ছিল যে পুরো ভারত
কে মুসলিম জাতি হিসেবে তৈরি করা।
তাহলে আজ তারা এ সাহস পেতো না। এ কথা বলার সাহস পেতো না৷
এভাবে আসতে আসতে ভারতবর্ষে নতুন আগমন শুরু মুসলমানদের শাসন। তখনোও ভারত বর্ষে হিন্দু ছিল বেশি। কিন্তু কোনো মুসলিম শাসক কোনো মুসলমানদের উপর কোনো অত্যাচার, নির্যাতন করে নি। সেই সময় যদি মুসলমানরা চাইক
তো যে পুরো ভারতবর্ষকে মুসলমানে পরিনতি করবো তাহলে কিন্তু পারতো। কিন্তু কেন করেনি.?
কারণ ইসলাম শান্তির ধর্ম। তাহলে কিন্তু পুরো ভারতবর্ষে কোনো হিন্দু পাওয়া যেতু না। আমার মতে, সেটাই ভালো ছিল যে পুরো ভারতবর্ষকে মুসলমানে পরিনতি করার। এখন যে সময় এসেছে। আমি বর্তমানের কথা বলছি। বর্তমানে কেন আমাদের মুসলিমদের উপর এত অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়েছে। কেন একের পর এক নির্যাতন। কেন মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা হচ্ছে। কি চায় এই ভারত। কি দোষ করেছে মুসলমানেরা। কেন আমার নবীকে নিয়ে কূটনৈতিক করা হয়। মধ্যযুগে মুসলিম শাসকেরা তু তা করে নাই। আমার মতে এটাই উচিত ছিল যে পুরো ভারত
কে মুসলিম জাতি হিসেবে তৈরি করা।
তাহলে আজ তারা এ সাহস পেতো না। এ কথা বলার সাহস পেতো না৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভজিৎ বিশ্বাস ১৬/০৮/২০২২বেশ লিখেছেন।
-
আজিজুল হক ওয়াসিম ২৮/০৭/২০২২সুন্দর
-
মোঃজাকিরুল চৌধুরী ২১/০৭/২০২২ধন্যবাদ প্রিয় পাঠক সাহেব
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৭/২০২২সুন্দর অনুভূতির প্রকাশ।
-
বোরহানুল ইসলাম লিটন ২১/০৭/২০২২সত্যিই - ইতিহাস কথা বলে!