www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সখার প্রতি বন্ধু

বন্ধু কাকে জানি না? তখন কনকনে শীত। ২০১৯ সাল রোজ সোমবার অনেক রাত হল। সখার নাম পলিন, আমার বন্ধু।

আমি ভাত খেয়ে শুয়ে পড়েছি।

মোবাইলে ছবি দেখতেছি। তখন রাত ১০ টা বাজে। হঠাৎ করে আমার বন্ধুর মা, বোন ও মামি আসলেন। এসে বলেন, তোর সাথে পলিন এসেছে। আমি বলাম যে না তো। আমার সাথে তার দেখা নেই। তখন আমাকে বলল একটা ফোন দে। তারপর আমি ফোন দিলাম।

কিন্তু কোনো ফোন ঢুকছে না। তখন রজনী বাজে ১২টা। আমার গতরে কোনো কাপড় চোপড় নেই। গেলাম আরেক নিকতনে। সেখানে ডাকলাম, সেখানে বন্ধু নাই। তারপর তার বোন বলল, আবার ফোন দাও। আমি দিলাম কিন্তু কোনো ফোন ধরছে না।

তখন আমি ফিরে এলাম ঘরে। তার বোন ও মামি চলে গেলেন। তারপর রাত্রি নিশি বাজে ১টা ১০ মিনিট। হঠাৎ আমার ফোন বেজে উঠল।

তখন দেখলাম পলিনের ফোন। আমি ধরলাম। সে বলল, তুই কই? তারাতাড়ি আমাদের বাড়িতে আয়। আমি গেলাম, গিয়ে দেখি। তাকে নিয়ে যন্ত্রণা। তখন আমি তাকে মোর সাথে নিয়ে আসলাম। আমরা দুজন একসাথে ঘুমিয়ে গেলাম। এতে করে সখার প্রতি বন্ধুর এমন টান। এটা আমার বাস্তব জীবন থেকে লেখা। এজন্য দুই চরণে বলি :

"বন্ধুর প্রেম "

👬👬সখার জন্য হিয়া কাঁদে,

কাঁদে জলধি লহর,

মোর জন্য স্বজন কাঁদে,

কাঁদে বিশাল শহর। 😭😭😭
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৩৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভাল লিখিছেন
  • বন্ধুত্ব হলো এক মহৎগুণ কবি দা
  • বেশ ভালো লেগেছে।
  • ফয়জুল মহী ১৮/০৩/২০২২
    অনন্যসাধারণ পরিবেশনা ।
  • শুভজিৎ বিশ্বাস ১৮/০৩/২০২২
    বেশ সুন্দর
  • ভালো
 
Quantcast