নীল কাক
ওই দেখা যায় নীল আকাশে
উড়ছে পাখির ঝাঁক,
এদের মধ্যে রয়েছে যেন
নীল বর্নের কাক।
শীতকালে নীল কাককে
যায় যে দেখা,
গলার নিচে রয়েছে তার
সাদা রঙের রেখা।
উড়ছে পাখির ঝাঁক,
এদের মধ্যে রয়েছে যেন
নীল বর্নের কাক।
শীতকালে নীল কাককে
যায় যে দেখা,
গলার নিচে রয়েছে তার
সাদা রঙের রেখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৪/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ০৩/০২/২০২২মনোমুগ্ধকর কবিতা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০২/২০২২কাকের কথা।
-
আকাশ অঙ্কুর ০৩/০২/২০২২আহ্
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০২/২০২২বেশ
-
শ.ম. শহীদ ০৩/০২/২০২২কালো দেখে কাক চিনি-
সাদা দেখে বকটা;
গিরগিটি চিনি আমি-
দেখে তার ঢকটা!
গোলাপ-গাঁদাও চিনি
শুঁকে তার-ই গন্ধ!
চিনি না মানুষ কেবল
কে বা ভালো, মন্দ! -
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০২/২০২২নাইস