লীলাময়ী কলাবতী
পর্ব:০৩
উপন্যাস :লীলাময় কলাবতী
জাকিরুল চৌধুরী
একদিন হঠাৎ করে কলাবতী আরেক ছেলের সঙ্গে রিকশা দিয়ে ঘুরছে। সেই ঘটনা সাগরের বন্ধু রবিন দেখে পেলে। তারপর সে দৌড়ে সাগরের কাছে এসব ঘটনা খোলে বলে।
তারপর সাগর তাড়াতাড়ি এসে দেখে ঘটনা সত্যি। তারপর সেই লীলাময়ী কলাবতীর কোনো মুখ দেখানোর জন্য সে ভাবতে ও পারছে না।সাগর কলাবতী কে জিজ্ঞেস করে তুমি আমাকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে ঘুরাঘুরি করছো। আমি কি দোষ করেছি। তার কোনো জবাব চলে না। এসব ঘটনা ফলে কয়েক দিন সাগর কথা বলে না।
তারপর হঠাৎ একদিন কলাবতী সাগর কে ফোন দিয়ে সে ক্ষমা চাইলো। তার পর সাগর বল তুমি এমন তা কেন করলে।
তারপর থাকে সে ক্ষমা করে দিল। এর পরের দিন সকালে সাগর কলাবতী কে বললো তার সাথে দেখা করার জন্য। তারপর কলাবতী দেখা করতে আসে। এসে দেখে সাগর রিকশা নিয়ে দাড়িয়ে আছে। কলাবতী বলল রিকশা কেন
সাগর বলল আজ দিনটা ভীষণ ভালো চলো আজ আমরা ঘুরতে চলি। তারপর তারা দুজন রিকশা দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক বাসের সঙ্গে এক্সিডেন্ট হয়ে গেল। কলাবতীর বেশি সমস্যা হয়ে গেল। ার অন্য দিকে সাগর বেশি দুঃখ পাই নি।
এমন সময় এই রাস্তা দিয়ে সাগরে বন্ধু যাচ্ছিল। সে তাদেরকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
উপন্যাস :লীলাময় কলাবতী
জাকিরুল চৌধুরী
একদিন হঠাৎ করে কলাবতী আরেক ছেলের সঙ্গে রিকশা দিয়ে ঘুরছে। সেই ঘটনা সাগরের বন্ধু রবিন দেখে পেলে। তারপর সে দৌড়ে সাগরের কাছে এসব ঘটনা খোলে বলে।
তারপর সাগর তাড়াতাড়ি এসে দেখে ঘটনা সত্যি। তারপর সেই লীলাময়ী কলাবতীর কোনো মুখ দেখানোর জন্য সে ভাবতে ও পারছে না।সাগর কলাবতী কে জিজ্ঞেস করে তুমি আমাকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে ঘুরাঘুরি করছো। আমি কি দোষ করেছি। তার কোনো জবাব চলে না। এসব ঘটনা ফলে কয়েক দিন সাগর কথা বলে না।
তারপর হঠাৎ একদিন কলাবতী সাগর কে ফোন দিয়ে সে ক্ষমা চাইলো। তার পর সাগর বল তুমি এমন তা কেন করলে।
তারপর থাকে সে ক্ষমা করে দিল। এর পরের দিন সকালে সাগর কলাবতী কে বললো তার সাথে দেখা করার জন্য। তারপর কলাবতী দেখা করতে আসে। এসে দেখে সাগর রিকশা নিয়ে দাড়িয়ে আছে। কলাবতী বলল রিকশা কেন
সাগর বলল আজ দিনটা ভীষণ ভালো চলো আজ আমরা ঘুরতে চলি। তারপর তারা দুজন রিকশা দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক বাসের সঙ্গে এক্সিডেন্ট হয়ে গেল। কলাবতীর বেশি সমস্যা হয়ে গেল। ার অন্য দিকে সাগর বেশি দুঃখ পাই নি।
এমন সময় এই রাস্তা দিয়ে সাগরে বন্ধু যাচ্ছিল। সে তাদেরকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০১/২০২২সুন্দর লেখা
-
ফয়জুল মহী ০৬/০১/২০২২খুবই সুন্দর প্রকাশ।
মুগ্ধতা রইলো।