www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লীলাময়ী কলাবতী

উপন্যাস :লীলাময়ী কলাবতী
জাকিরুল চৌধুরী
পর্ব:০১

এক গ্রামে এক সুন্দরী মেয়ে বসবাস করে। তার নাম কলাবতী। তার গ্রামের নাম চাঁদ পুর। আর অন্য দিকে এক গ্রামে বসবাস করে সাগর নামে এক বালক। কলাবতী যৌবনের পর্দাপণ হয়ে এসেছে।
আর অন্য দিকে সাগর নামে ছেলেটা ও অনেক বড় হয়েছে।
সাগরের এক ভালো বন্ধু আছে।
তার নাম রবিন। তারা স্কুলে যেতো হেটে।
আর অন্য দিকে কলাবতী তার বান্ধবীর সাথে প্রতিদিন বিকেলে ঘুরতে যেতো তাদের গ্রামের একটি সুন্দর আম বাগানের এখানে।

কলাবতীর বান্ধবীর নাম লিমা।
একদিন তারা স্কুলের সামনে একদিন খেলা করছিল।
তারপর রবিন এসে বলল যে সাগর তোকে তো অনেক দিন ধরে দেখি না। কোথায় থাকিস। সাগর বলল আমার কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়েছি। আর অন্য দিকে কলাবতী তার বান্ধবীর সাথে স্কুল থেকে এসে বিকেলে হাটতে বের হয়। তাদের গ্রামে পাখির কলকাকলীতে ঘুম ভাঙ্গে।
তারা অনেক মজা করতো। কলাবতী ছিল শুধু লীলাময়ী।
তার রুপে সবাই মুগ্ধ হতো। রাতে যদি সে বের হতো তাহলে মনে হতো যে আকাশের চাঁদ নেমে এসেছে। এসবের মাঝে তাদের দিন কাটতে লাগলো।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ২৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ০৪/০১/২০২২
    শেষ! পর্বগুলো কি আরও একটু বড় করা যায়?
  • ফয়জুল মহী ০৪/০১/২০২২
    Valo laglo
 
Quantcast