www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষ তোমাদের কাছে আসতে চেয়েছি

হ্যা,ভালবেসে অন্ধ হয়ে গেছি
অন্ধের মতই সকলের হাত ধরে
রাস্তা অতিক্রম করতে চেয়েছি
ভালবাসা সে এক অদ্ভূত সেতু
পেরুতে হয়,পেরুতে পেরুতেই
প্রণয়ের তীর্থের কাছে যেতে হয়।
ভালবেসে অন্ধ হয়েছি
অন্ধের মতই
মানুষের মমত্ব চেখে নিতে চেয়েছি
কারো কারো দ্বার ঘেষে
এবেলা-ওবেলা হয়ত দাঁড়িয়েও
থেকেছি
অপমান ধ্রুব সত্য জেনেও
হৃদয়ের আদ্যোপান্ত বুঝতে চেয়েছি।
ভালবাসা এক অটল স্পৃহা
সে স্পৃহার টান অনুভব করেই
আজন্ম পথ চলতে চেয়েছি।
হয়তো পড়ে গেছে কারো
হস্ত থেকে অমূল্য রতন
পড়ে গেছে দামী হিরে-গহনা
না না আমি সেদিকে চাইনি
আমি শুধু দেখতে চেয়েছি
কারো হৃদয় হরণ ঘটেছে কী?
ভালবেসে অন্ধ হয়েছি
অন্ধের মতই অরূপ বিশ্বাসে
মানুষ তোমাদের কাছে আসতে
চেয়েছি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast