মানুষ তোমাদের কাছে আসতে চেয়েছি
হ্যা,ভালবেসে অন্ধ হয়ে গেছি
অন্ধের মতই সকলের হাত ধরে
রাস্তা অতিক্রম করতে চেয়েছি
ভালবাসা সে এক অদ্ভূত সেতু
পেরুতে হয়,পেরুতে পেরুতেই
প্রণয়ের তীর্থের কাছে যেতে হয়।
ভালবেসে অন্ধ হয়েছি
অন্ধের মতই
মানুষের মমত্ব চেখে নিতে চেয়েছি
কারো কারো দ্বার ঘেষে
এবেলা-ওবেলা হয়ত দাঁড়িয়েও
থেকেছি
অপমান ধ্রুব সত্য জেনেও
হৃদয়ের আদ্যোপান্ত বুঝতে চেয়েছি।
ভালবাসা এক অটল স্পৃহা
সে স্পৃহার টান অনুভব করেই
আজন্ম পথ চলতে চেয়েছি।
হয়তো পড়ে গেছে কারো
হস্ত থেকে অমূল্য রতন
পড়ে গেছে দামী হিরে-গহনা
না না আমি সেদিকে চাইনি
আমি শুধু দেখতে চেয়েছি
কারো হৃদয় হরণ ঘটেছে কী?
ভালবেসে অন্ধ হয়েছি
অন্ধের মতই অরূপ বিশ্বাসে
মানুষ তোমাদের কাছে আসতে
চেয়েছি।
অন্ধের মতই সকলের হাত ধরে
রাস্তা অতিক্রম করতে চেয়েছি
ভালবাসা সে এক অদ্ভূত সেতু
পেরুতে হয়,পেরুতে পেরুতেই
প্রণয়ের তীর্থের কাছে যেতে হয়।
ভালবেসে অন্ধ হয়েছি
অন্ধের মতই
মানুষের মমত্ব চেখে নিতে চেয়েছি
কারো কারো দ্বার ঘেষে
এবেলা-ওবেলা হয়ত দাঁড়িয়েও
থেকেছি
অপমান ধ্রুব সত্য জেনেও
হৃদয়ের আদ্যোপান্ত বুঝতে চেয়েছি।
ভালবাসা এক অটল স্পৃহা
সে স্পৃহার টান অনুভব করেই
আজন্ম পথ চলতে চেয়েছি।
হয়তো পড়ে গেছে কারো
হস্ত থেকে অমূল্য রতন
পড়ে গেছে দামী হিরে-গহনা
না না আমি সেদিকে চাইনি
আমি শুধু দেখতে চেয়েছি
কারো হৃদয় হরণ ঘটেছে কী?
ভালবেসে অন্ধ হয়েছি
অন্ধের মতই অরূপ বিশ্বাসে
মানুষ তোমাদের কাছে আসতে
চেয়েছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ জামশেদ আলম ১৬/০১/২০১৬অপূর্ব।
-
শরীফ আহমেদ ২০/১০/২০১৫ধন্যবাদ। ভালবাসা রইল আপনার জন্য কবি।
-
রুহুল আমীন রৌদ্র. ১৯/১০/২০১৫খুবই চমৎকার লেখা।
-
Md. Ashik Hossain Rone ১৯/১০/২০১৫চমৎকার , মন ছুঁয়ে গেল,
-
শরীফ আহমেদ ১৯/১০/২০১৫ধন্যবাদ ও ভালবাসা জানবেন কবি।শুভ সকাল।
-
মোবারক হোসেন ১৯/১০/২০১৫অনেক ভাল লাগলো।ভাল থাকুন কবি।
-
শরীফ আহমেদ ১৮/১০/২০১৫ভাল বলেছেন আপনি।আপনার মতামতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
চেষ্টা থাকবে সাধ্যমতো।ধন্যবাদ আপনাকে। -
শমসের শেখ ১৮/১০/২০১৫কবি ভালো লিখেছেন। তবে কবিতাতে আরো বিপুল ছন্দের বিকাশ ঘটাতে হবে। অনেক ভেবে লিখতে হবে।