শুভ্রার মুখের দিকে তাকালে
শুভ্রার মুখের দিকে তাকালে
আমার পৃথিবী কেঁপে উঠে,
ভেসে উঠে একটি নির্জন
দ্বীপের ছবি।
যেন সদ্য ঝুলিয়ে রাখা
ক্যালেন্ডারে মুখিয়ে
আছে দুজনার আনত ভংগি।
শুভ্রা যখন হাসে,পৃথিবীতে তখন
ভূ-কম্পন উঠে
শুধু আমি একা দুলতে থাকি
শুভ্রা তা জানেনা।
আমার পৃথিবী কেঁপে উঠে,
ভেসে উঠে একটি নির্জন
দ্বীপের ছবি।
যেন সদ্য ঝুলিয়ে রাখা
ক্যালেন্ডারে মুখিয়ে
আছে দুজনার আনত ভংগি।
শুভ্রা যখন হাসে,পৃথিবীতে তখন
ভূ-কম্পন উঠে
শুধু আমি একা দুলতে থাকি
শুভ্রা তা জানেনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১৯/১০/২০১৫ধন্যবাদ কবিকে।ভাল একটি কবিতার জন্য।
-
পরশ ১৭/১০/২০১৫অসাধারন
-
নাসিফ আমের চৌধুরী ১৬/১০/২০১৫ভাবটা আরও আনতে হবে ।
-
শমসের শেখ ১৫/১০/২০১৫ভালো লিখেছেন পরিশেষে ভূকম্পনে একটু এলোমেলো করে ফেলছে
-
দেবব্রত সান্যাল ১৫/১০/২০১৫এই লাইনটা একটু গোছাতে হবে। " পৃথিবীতে তখন আমার ভূকম্পন উঠে " অর্থ হচ্ছে না।