তোমায় দিলাম
এই যে একটা নীল আকাশ
তার সবটুকু নীলের স্বরাজ
তোমায় দিলাম
এই যে একটা নদী
তার সবটুকু গতি
তোমায় দিলাম।
এই যে একঝাঁক পাখি
তাদের সবটুকু মুখর ডাকাডাকি
তোমায় দিলাম
এই যে ঘন বন
তার যতটুকু গভীর মর্ম
তোমায় দিলাম।
এই যে একটা পাহাড়
তার সবটুকু বাহার
তোমায় দিলাম
এই যে দেখছো ঝর্ণাধারা
তার সবটুকু নৃত্যের ধারা
তোমায় দিলাম।
এই যে রাতের চন্দ্র-তারা
তাদের সবটুকু রূপের পশরা
তোমায় দিলাম
এই যে বৃষ্টির সৃষ্ট কনা
যত আছে খড়া কাটার প্রার্থনা
তোমায় দিলাম।
তার সবটুকু নীলের স্বরাজ
তোমায় দিলাম
এই যে একটা নদী
তার সবটুকু গতি
তোমায় দিলাম।
এই যে একঝাঁক পাখি
তাদের সবটুকু মুখর ডাকাডাকি
তোমায় দিলাম
এই যে ঘন বন
তার যতটুকু গভীর মর্ম
তোমায় দিলাম।
এই যে একটা পাহাড়
তার সবটুকু বাহার
তোমায় দিলাম
এই যে দেখছো ঝর্ণাধারা
তার সবটুকু নৃত্যের ধারা
তোমায় দিলাম।
এই যে রাতের চন্দ্র-তারা
তাদের সবটুকু রূপের পশরা
তোমায় দিলাম
এই যে বৃষ্টির সৃষ্ট কনা
যত আছে খড়া কাটার প্রার্থনা
তোমায় দিলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফ আহমেদ ১৪/১০/২০১৫ধন্যবাদ কবি আশিক আহমেদ
-
Md. Ashik Hossain Rone ১২/১০/২০১৫ভালো
লাগলো। -
শমসের শেখ ১২/১০/২০১৫স্বাগতম কবি
-
নাবিক ১১/১০/২০১৫ভালো লাগলো
-
দেবর্ষি সিংহ ১০/১০/২০১৫bikhyto "rhododendron" gaan tar sur mone pore .gelo
-
নূরুজ্জামান নাঈম ১০/১০/২০১৫ভাল লেখা।
-
ইফতেখারুল বাঁধন ১০/১০/২০১৫এই যে বৃষ্টির সৃষ্ট কনা
যত আছে খড়া কাটার প্রার্থনা
তোমায় দিলাম। -
মোবারক হোসেন ১০/১০/২০১৫সব দিয়ে যে কিছুই রাখেনা, তার থাকে অনেক কিছু!
ধন্যবাদ কবি। -
দেবব্রত সান্যাল ১০/১০/২০১৫শুভেচ্ছা রইল