www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিন্দুরা মূর্ত্তি পূজা করে কেন

কিছু ব্যতিক্রমি পোষ্ট করতেছি যদিও এটা কারও কাছে অজানা কিংবা কারো কাছে জানা।
হিন্দুরা মূর্ত্তি পূজা করে আবার জলে ভাসিয়ে দেয় অর্থ কী এসব প্রশ্নে অনেকেই সম্মূখীন হই।
এর উত্তর:
প্রথমেই বলি হিন্দুরা কোন মূর্ত্তি পূজা করেনা তারা ঈশ্বরকে প্রতিমার মাঝে আসন প্রদান করে। সেসময়টাতে সেটা মূর্ত্তি থাকেনা।
প্রতিমার মাঝে ঈশ্বরকে পূজা করার অর্থ হল বিশ্বাসকে দূঢ় করা। যখন হিন্দুরা প্রতিমা তৈরী কর অর্থ্যাৎ মাটি দিয়ে আবার সেই প্রতিমাকে বিসর্জন দেয়া হয় জলে এতে কিছু গভীরতা মিশে আছে প্রতিমা পঞ্চ মহত্বের তৈরী।যে মাটি দিয়ে তৈরী হল আবার জলে ভাসিয়ে দিল(জল,মাটি তার মাঝে ১টি) অথ্যাৎ যাতে সৃষ্টি তাতে লয়।
সহজভাবে,মনোনিবেশ তথা চিন্তাকে বিষয় বাসনাকে সরিয়ে একাগ্রচিত্তে ভগবানকে স্মরণ করার জন্য প্রতিমা পূজা করা হয়।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১১৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৫

 
Quantcast