www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানবের ধর্ম

দেখেছি সত্য বহুদিন ধরে
জগতের লীলাখেলিত সভ্যত মানবেরে।
বহুরুপী মানব হয়ে আছে অচিন,
সাধু নাকি কাঁকর চিনতে বড় কষ্টাধীন ।
নিথর পায়ে যখন দাঁড়াই মানবের পাশে,
মিছে কথার বাহারে এক হয়ে যায় হেসে হেসে ।
বুঝতে তখন সব হয়ে উঠে দায়;
কোন কিছু হারালে তখনি বোঝা যায় ।
সে যে কে মিত্র নাকি আপদ?
নাকি ছিল মাঝি না থাকা তরী ।

জীবনের ঘূর্ণনে কখনো পড়ে নজরে,
শূদ্র এর ভিড়েও ক্ষত্রিয়ের স্বচরে ।
তখন বুঝেও সবাই
না বুঝার ভান আঁকড়ে রাখে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতাটি পড়ে ভালো লাগলো...সত্য এটাই..আর অসত্যের পথ গ্রহণ কর না। কেননা তা অল্প সময়ের জন্য। আর উত্তম কাজ অনন্তকালের। সত্য যখন মিথ্যার সাথে মিশবে তখন মিথ্যা বাতিল হবে। কেননা মিথ্যা বাতিল হওয়ার জন্য। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। তবে তোমার জন্য প্রার্থনা করতে পারি, আল্লাহ যেন তোমাকে সরল পথে রাখেন কেননা এটাই উত্তম পথ। মানুষ পৃথিবীতে কিছুদিনের অতিথি মাত্র। মানুষ অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাই তোমাকে বলব তুমি সত্যের পথে অনুরাগী হও। তাহলে অবশ্যই তুমি জান্নাত পাবে। সবশেষে, তোমার মঙ্গল কামনা করি| তোমার মো. সোহেল মাহমুদ
    • বিজয় রায় ১০/০৬/২০১৫
      অসংখ্য ধন্যবাদ...ভাইয়া ।। আপনার পরামর্শ সবর্দাই পালনে প্রস্তুত... পুরো ৫মাস পরে তারুন্য ব্লগে আসলাম ।এসেই দেখি আপনাদের অগন্তুক ভাল বাসা আমার প্রতি... ভাল থাকবেন ভাইয়া ।। আপনার ফেসবুক আইডি থাকলে লিংক দিন
  • সায়েম খান ২৪/১২/২০১৪
    চমতকার!
  • ২৩/১২/২০১৪
    সুন্দর হয়েছে ।
    অনেকদিন পরে আসলেন মনে হচ্ছে ।
  • নাবিক ২৩/১২/২০১৪
    চমত্‍কার লিখেছেন।
 
Quantcast