নিপীড়িত বাঙ্গালী হও জাগ্রত
শান্তির নিশান উড়বে আকাশে,অন্ধকারের ঘোড় নামবেনা এই ছোট্ট একটা নীড়ে..কিন্তু কিছু প্রতিফলতার কারনে বিঘ্ন ঘটে নেমেছে আবারো অশান্তির প্রার্দুভাব! বেড়ে গেছে সন্ত্রাসীদের আবাস ।ছন্নচাড়া হয়ে নীরবে বেঁচে আছে হীনব্যক্তিরা প্রতিবাদিত্ব করতে পারে না কেউ ।করবেই বা কী করে তাদের একটাই দোষ তারা "দিনে আনে দিনে খায়"তাদের খর্বশক্তি জুগবে কী করে তারা কী সঞ্চয় করে ভবিষ্যতের জন্য?তারা কী জানে ঘনিয়ে আসছে আধাঁর ।জানেনা ।।
না জানাতেই নিপিরিত হচ্ছে তাদের ঘড়,আবাস,চাষকৃতভূমি ।উত্থিপিত হচ্ছে না বরং ছেড়ে পালাচ্ছে অসুরের কোন এক ফাঁদে ।
কিন্তু কবে? কবে আবারো এই দেশ হবে সোনায় পরিনত?কবে ফুটবে ধানের শিশির ভেজা কৃষকের মুখ? উঠবে কবে সূর্যের লাল আভায় সোনার দেশের মানুষ?তবে কী আর জাগবেনা,আলসে হয়েই কী গা মুচকে থাকবে অহীসান দূর্গবাঙ্গালী।।।কেন আজ এত হতাশা,কেনই বা এত ভিরু...অনিহা হয়ে গেছে কী বীর্যজাতি?নাকি লেলিহান হয়েই পড়ে থাকবে ব্রিটিশের রেশ ধরে? 'জাগ্রত হও বীরবাঙ্গালী,অগ্নিকে শীতল করনা ।তার কঠোর আভায় দ্বিপ্ত হও' ।দেশদ্রোহীদের নিপাত করতে শিখ।এক এক করে পায়ের আঙ্গুল গুনলেই হবেনা,কোন একটা ছোট্ট কাগজে মুড়িয়ে পুড়িয়ে দেও ঐ অসুদের যারা রাজাকার হয়ে আছে দেশে
না জানাতেই নিপিরিত হচ্ছে তাদের ঘড়,আবাস,চাষকৃতভূমি ।উত্থিপিত হচ্ছে না বরং ছেড়ে পালাচ্ছে অসুরের কোন এক ফাঁদে ।
কিন্তু কবে? কবে আবারো এই দেশ হবে সোনায় পরিনত?কবে ফুটবে ধানের শিশির ভেজা কৃষকের মুখ? উঠবে কবে সূর্যের লাল আভায় সোনার দেশের মানুষ?তবে কী আর জাগবেনা,আলসে হয়েই কী গা মুচকে থাকবে অহীসান দূর্গবাঙ্গালী।।।কেন আজ এত হতাশা,কেনই বা এত ভিরু...অনিহা হয়ে গেছে কী বীর্যজাতি?নাকি লেলিহান হয়েই পড়ে থাকবে ব্রিটিশের রেশ ধরে? 'জাগ্রত হও বীরবাঙ্গালী,অগ্নিকে শীতল করনা ।তার কঠোর আভায় দ্বিপ্ত হও' ।দেশদ্রোহীদের নিপাত করতে শিখ।এক এক করে পায়ের আঙ্গুল গুনলেই হবেনা,কোন একটা ছোট্ট কাগজে মুড়িয়ে পুড়িয়ে দেও ঐ অসুদের যারা রাজাকার হয়ে আছে দেশে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।