কেন দূরে গেলে
তোমার চোখের বিজনে
আজি চেয়ে চেয়ে দেখে.....
কেটে গেল কয়েক বছরখানি ।।
জানি,অপলকিত রুপ কে বা কাকে
ভালবাসা দিতে জানে কিছু সময়ের ক্ষনে ।।
অবান্চিত যত চাওয়া পাওয়া......
চেয়েছ মোর কাছে....দ্বিধাগ্রস্ত হইনি আমি তোমার মুখও দর্শনে ।।
ভালবাসিতাম আমি অঝোর ধারার বৃষ্টির কোনাতে,
ভালবাসিতাম ঐ দূর তারার মত করে ।।
ঐশ্বর্যের কারনে তুমি ছিলে মোর সাথে......
আজ কেন দুর হলে অর্থ নেই বলে ?
রচনাকালঃ৬,৯.১৪
আজি চেয়ে চেয়ে দেখে.....
কেটে গেল কয়েক বছরখানি ।।
জানি,অপলকিত রুপ কে বা কাকে
ভালবাসা দিতে জানে কিছু সময়ের ক্ষনে ।।
অবান্চিত যত চাওয়া পাওয়া......
চেয়েছ মোর কাছে....দ্বিধাগ্রস্ত হইনি আমি তোমার মুখও দর্শনে ।।
ভালবাসিতাম আমি অঝোর ধারার বৃষ্টির কোনাতে,
ভালবাসিতাম ঐ দূর তারার মত করে ।।
ঐশ্বর্যের কারনে তুমি ছিলে মোর সাথে......
আজ কেন দুর হলে অর্থ নেই বলে ?
রচনাকালঃ৬,৯.১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নূরুল ইসলাম সাইফুল ১০/০৯/২০১৪সুন্দর ভাবনা। ভালো লাগলো।
-
নূরুজ্জামান নাঈম ০৭/০৯/২০১৪প্রেম-ভালবাসার সাথে টাকার তুলনা হয়না।
কিন্তু আজিকার প্রেম বড়ই ব্যয় বহুল হয়ে পড়েছে।
আপনার অনুভুতি বুঝার চেষ্টা করেছি। ভাল থাকবেন। -
কামরুল পাশা ০৭/০৯/২০১৪Khub valo laglo
-
স্বপন রোজারিও(১) ০৭/০৯/২০১৪প্রকৃত ভালবাসা
টাকা দিয়ে যাচাই করা যায় না। -
একনিষ্ঠ অনুগত ০৭/০৯/২০১৪কেন'র উত্তরটা যে আমারও জানা নেই কবি ভাই...
বেশ ভালো লাগলো।