www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপেক্ষার প্রহরে

___বিজয় রায়____

ওহে দূষ্টির সাধিনী
কল্পনার জ্যোতি ।
মনের অগোছালো কাব্যবানী
শোনাতে চাই আমি এই এক্ষুনি ।
জানকি তুমি,জোৎস্নাত্ব আলোকিত রাতে
কিংবা বসন্তের রঙ্গিন মোহনায়
বর্ষার ঝর ঝর বৃষ্টির কনায়
গ্রীষ্মের ঠা ঠা..রৌদ্দের,মিষ্টি রসের ছোয়ায়
মন শুধু তোমাকেই খীজে বেড়ায় ।

মনেতে ভাবনার নদীটি চেয়ে থেকে আনমনে,শুধু শুধু বলে
তোমাকে নিয়ে যাই,স্বপ্ন মোহনায় স্বপ্ন পরীরদেশে ।
ছুটে যাব প্রজাপতির পিছু পিছু
দুজনে মিলে সাজাব রঙ্গিন কিছু ।
কিন্তু কই,স্বপ্নের মোহনায় স্বপ্নে
তুমি তো আছ অনেক দুরে ।
মনের অগোছালো আধ্যান্তিকে
তুমি আছ মোর দুটি চোখের তারাতে ।
পথ চেয়ে বসে থাকি
অপেক্ষার প্রহর গুনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পিয়ালী দত্ত ২৮/০৮/২০১৪
    খুব সুন্দর
  • নাবিক ২৮/০৮/২০১৪
    অনেক ভালো লাগলো..
  • একনিষ্ঠ অনুগত ২৮/০৮/২০১৪
    বেশ ভালো...
  • শিমুদা ২৭/০৮/২০১৪
    সত্যিই খুব ভাল লেগেছে।
    • বিজয় রায় ২৮/০৮/২০১৪
      বানান ভুল থাকাসত্বেও ভাল লেগেছে এতেই অনেক খুশি হয়েছি....ধন্যবাদ
  • চমত্‍কার লেখনী
  • বাহ বেশ লাগল। উপন্যাস পড়ে দেখবেন।
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৭/০৮/২০১৪
    sundor
 
Quantcast