www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মৃত্যুর স্বাদ

.........বিজয় রায়.......

জানি চলে যেতে হবে
একদিন মায়াবী পৃথিবী ছেড়ে
বসুন্ধরার তৃর্ণ,বৃক্ষ,বীনও
সবি রবে পড়ে
শুধুই স্বাদ গ্রহন করতে হবে
পৌরলৌকিক জ্বালা যন্তনার ঘ্রানও।
জানি,পাতারাও তবু ঝরে পরে
যদি শেষ হয়ে আসে জগতের এই বেলা ।
নদীর দুই কূল ভেঙ্গে ডারায় পরিনত হয়
যদি গড়ে যায় বেলা ।
ভেঙ্গে ভেঙ্গে ক্ষয়ে যায় সব
তবু তার রেশ থাকে কিছু
জীবনের যত কলরব ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক অনেক অনেক ভাল লাগল। উপন্যাস পড়ার আমন্ত্রন রইল।
    • বিজয় রায় ২৭/০৮/২০১৪
      Ok,মৃদুল উপন্যাস নিয়মিত দেখব....আমিও একটা গল্প লিখব,তবে সেটা মনে হবে উপন্যাস ।।
  • শিমুদা ২৬/০৮/২০১৪
    ভাল লেগেছে।
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৬/০৮/২০১৪
    মৃত্যু এলে এভাবেই আসুক,
    প্রবল অহঙ্কারে, প্রকাশ্য দিবালোকে;
    আকাশ কেঁপে উঠুক আমার চিৎকারে
    রাত্রি কেঁপে উঠুক মৃত্যুর যৌন শীৎকারে।

    যদি আসে, আসবেই।
    তবে উল্কার বেগে,
    ঝরের রাতে,
    স্বপ্ন হাতে,
    আসুক।
    আসুক এভাবেই।
    http://www.bangla-kobita.com/shopnilshishir/post20140808023759/
  • ইলিয়াস আহমেদ ২৬/০৮/২০১৪
    মৃত্যু সম্পর্কে ভালো লিখেছেন ।
    • বিজয় রায় ২৬/০৮/২০১৪
      মৃত্যু হবে সত্যি এটা সবাই জানি.....তাই কিছু বাস্তবতা দিলাম...ধন্যবাদ আপনাকে
  • সুন্দর ভাবনা। ভাল লাগল। আমার নতুন উপন্যাসে স্বাগতম।
    • বিজয় রায় ২৬/০৮/২০১৪
      দেখলাম ভালো লিখেছ....ধন্যবাদ
    • নতুন উপন্যাসে আমন্ত্রন রইল।
 
Quantcast