www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

৫ টাকা দিয়া ভাত খাই গনতন্ত্র দিয়া আমি কি করুম

আজ হঠাৎ ''শখের ছবিয়াল'' নামের একটি ফেইসবুক গ্রুপে একটি বৃদ্ধ ভিক্ষুকের ছবির ক্যাপশনে উপরোক্ত শিরোনামের উদ্ধৃতি টি দেখলাম।আর মনে মনে ভাবছি সত্যিই তো, যে দেশের মানুষকে স্বাধীনতার ৪৫ বছর পরেও একমুটো ভাত জোগাড় করতে গিয়ে কাল্পনিক গনতন্ত্রের বাহন দ্বারা আগুনে পুড়ে মরতে হয়! যে দেশের মানুষকে একটু উন্নত জীবনের আশায় আলাদীনের চেরাগ নামক চাকুরী পেতে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়।
যে মানুষকে প্রতিনয়তই স্টার জলসার রাক্ষসী রানী কটকটিদের ন্যায় রাজনৈতিক রাক্ষসদের দ্বারা লাঞ্চিত,অপমানিত হতে হয়! যে দেশের মানুষের রক্তে প্রতিষ্ঠিত সংবিধানকে কতিপয় রাক্ষস শ্রেণী যখন তখন ইচ্ছা হলেই কাটাছেড়া করে সাধারন মানুষের মৌলিক অধিকারকে প্রতিনিয়তই ভূ-লুন্ঠিত করে! যে দেশের আইনের প্রয়োগ শুধুমাত্র সাধারনদের ক্ষেত্রে প্রতিফলিত হয়,ঐ রাক্ষসী কটকটিরা থেকে যায় ধরা ছোয়ার বাইরে ,সে দেশে গনতন্ত্র নামক ফাঁকা আওয়াজ সত্যিই বেমানান।সেখানে ঐ ফাঁকা আওয়াজের চাইতে ৫ টাকার মূল্য আমাদের কাছে অনেক বেশি।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৯৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast