শেষ লেখা
নূপুরের মসৃণ শব্দে ভেঙ্গে যায় নির্জলা ঘুম
অন্ধকারে জেগে থাকে কুয়াশাময় রাত
প্রণয়ের ডগায় রোদেলা ভোর
পাখির হৃদয়ে রেখে গেলাম একশিশি আদর।
প্রশ্নবোধক চিহ্নটাকে সরিয়ে নিলাম অভিধানে
নাটাইহীন ইচ্ছে ঘুড়ি ছড়িয়ে দিলাম কাব্যিক আকাশে।
কবিতা তোমায় দিলাম-
এক চিলতে রোদ,চলন্ত সময়ে আগামী শরৎ
জীবন থেকে কুড়ে আনা মখমলে দিন
শব্দের শেষ চাদরে লিখে দিও সময় অর্থহীন।
আবিরের ঠোটে রক্তের দাগ
কী লাভ আর শালিকের ডানায় স্বপ্ন একে?
তার চেয়ে সেই ভালো
প্রজাপতি হয়ে উড়ে যাও মেঘমুক্ত অন্যকোনো আকাশে।
অন্ধকারে জেগে থাকে কুয়াশাময় রাত
প্রণয়ের ডগায় রোদেলা ভোর
পাখির হৃদয়ে রেখে গেলাম একশিশি আদর।
প্রশ্নবোধক চিহ্নটাকে সরিয়ে নিলাম অভিধানে
নাটাইহীন ইচ্ছে ঘুড়ি ছড়িয়ে দিলাম কাব্যিক আকাশে।
কবিতা তোমায় দিলাম-
এক চিলতে রোদ,চলন্ত সময়ে আগামী শরৎ
জীবন থেকে কুড়ে আনা মখমলে দিন
শব্দের শেষ চাদরে লিখে দিও সময় অর্থহীন।
আবিরের ঠোটে রক্তের দাগ
কী লাভ আর শালিকের ডানায় স্বপ্ন একে?
তার চেয়ে সেই ভালো
প্রজাপতি হয়ে উড়ে যাও মেঘমুক্ত অন্যকোনো আকাশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ২৮/১২/২০১৬বাহ! বেশ সুন্দর।
-
আশরাফুল ইসলাম শিমুল ২৮/১২/২০১৬বেশ লিখেছেন
-
রাবেয়া মৌসুমী ২৮/১২/২০১৬সুন্দর..
-
মোঃ সরব বাবু ২৮/১২/২০১৬অনেক সুন্দর কবিতা, সত্যিই প্রসংশনীয়!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/১২/২০১৬ভেঙ্গে > ভেঙে
নাটাই > লাটাই
ঠোট > ঠোঁট
একে > এঁকে।
অনেক শুভেচ্ছা। -
সোলাইমান ২৮/১২/২০১৬পরম সত্যকে তুলে ধরেছেন কবি।
আলো আঁধারির খেলাই তো চলছে প্রতিনিয়ত।
অনেক ভাল থাকুন -
আব্দুল হক ২৭/১২/২০১৬সুন্দর , লিখা.
-
আব্দুল হক ২৭/১২/২০১৬শেষ হয়েও যেন শেষ না হয়, ধন্যবাদ
-
রেজওয়ান উল হক জীবন ২৭/১২/২০১৬Valo laglo
-
আমি-তারেক ২৭/১২/২০১৬Onek valo...