পৌষের নির্মম ভোরে
জীবনের দৌড়ে পিছিয়ে পড়া পথভ্রান্ত নাবিকের
স্মৃতির জলছাপে আবদ্ধ নিষিদ্ধ গলিপথ
কারো বাবা হবার স্বপ্নের সজীবতায়।
নীল বসন্তের রক্তস্নাত নৈঃশব্দ সন্ধ্যায়
বিলুপ্ত ফাগুনের শুকনো পাপড়ী
হাওয়ার চাপড়ে দোলা দিয়ে যায়
হৃদয়ের স্যাত স্যাতে বীজতলায়..........
পৌষের কোন এক নির্মম ভোরে
স্মৃতির জলছাপে আবদ্ধ নিষিদ্ধ গলিপথ
কারো বাবা হবার স্বপ্নের সজীবতায়।
নীল বসন্তের রক্তস্নাত নৈঃশব্দ সন্ধ্যায়
বিলুপ্ত ফাগুনের শুকনো পাপড়ী
হাওয়ার চাপড়ে দোলা দিয়ে যায়
হৃদয়ের স্যাত স্যাতে বীজতলায়..........
পৌষের কোন এক নির্মম ভোরে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাবিরা শাওন ২২/১২/২০১৬ভালো লাগলো
-
কাকলি মল্লিক ২০/১২/২০১৬ভালো লাগল। ধন্যবাদ।
-
সোলাইমান ২০/১২/২০১৬মন আমার পাগলা ঘোড়া রে
কই থাইকা কই লইয়া যায়।
অনেক ভালো লাগলো কবি… -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/১২/২০১৬শুভেচ্ছা।