নিষিদ্ধ জিজ্ঞাসা
জানালায় ওৎ পেতে থাকে
ডানা ভাঙ্গা স্বপ্ন প্রজাপতি
রাতের চোখে নিঃশব্দ কান্না
পোয়াতি আবেগে স্মৃতির জলমেঘ
জন্ম দেয় দ্বিধার দেয়াল
বসন্ত এখন নিষিদ্ধ প্রত্যাশা।
আচ্ছা! তোমার বাসমতি ধান চোখে
আজো কি ঝরে শিশিরের ঘ্রাণ?
ডানা ভাঙ্গা স্বপ্ন প্রজাপতি
রাতের চোখে নিঃশব্দ কান্না
পোয়াতি আবেগে স্মৃতির জলমেঘ
জন্ম দেয় দ্বিধার দেয়াল
বসন্ত এখন নিষিদ্ধ প্রত্যাশা।
আচ্ছা! তোমার বাসমতি ধান চোখে
আজো কি ঝরে শিশিরের ঘ্রাণ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ১১/১২/২০১৬বাহ!বেশ।
-
দ্বীপ সরকার ২৬/১১/২০১৬সেরাম
-
রইস উদ্দিন খান আকাশ ২৫/১১/২০১৬অসাধারণ শব্দ ব্যবহার ।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১১/২০১৬শেষের লাইন দুটি বেশ লাগলো।
-
আমি-তারেক ২৪/১১/২০১৬valo
-
অঙ্কুর মজুমদার ২৪/১১/২০১৬vlo,,
-
কামরুজ্জামান টিটু ২৪/১১/২০১৬সুন্দর হয়েছে...