কথোপোকথন অন্তহীন
নিজের সাথেই কথোপোকথন অন্তহীন
বিশ্বাস নিকোটিন, খসখসে দিন
বনপোড়া হরিণের মতো ছুটে আসে দীর্ঘশ্বাস
বিবেকের জ্বালানীতে পোড়ে খুচরা আবেগ।
ড্রিম লাইটের আলোয় জেগে থাকে অসফল ব্যর্থ রাত।
কবি ও পোড়ে বিবিধ যন্ত্রনায়
হয়তো তুমিও পোড়ো হাসির মোড়কে
জীবনের ভাজে ভাজে....................।
বিশ্বাস নিকোটিন, খসখসে দিন
বনপোড়া হরিণের মতো ছুটে আসে দীর্ঘশ্বাস
বিবেকের জ্বালানীতে পোড়ে খুচরা আবেগ।
ড্রিম লাইটের আলোয় জেগে থাকে অসফল ব্যর্থ রাত।
কবি ও পোড়ে বিবিধ যন্ত্রনায়
হয়তো তুমিও পোড়ো হাসির মোড়কে
জীবনের ভাজে ভাজে....................।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ১১/১২/২০১৬বেশ ভালো।
-
আবু সাহেদ সরকার ০৩/১১/২০১৬বেশ লাগলো
-
মুহাম্মদ মনিরুজ্জামান ০২/১১/২০১৬দারুণ!
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ০১/১১/২০১৬ভালোবাসা কত কত জনকে কত মহত্ব দিয়েছে তার কোন সীমানা নেই যেমন তুলনা নেই আপনার এই লেখনীর