বেদনার ডাক নাম
বেদনার ডাক নাম
- আরিফ মুহাম্মদ
পিঙ্গল দিন শেষে ক্লান্ত বিকেলে
তোমার দরজায় এসে দাড়াই
যা কিছু পাই ঘূর্ণায় অথবা করুণায়-
নীড় ফেরা পাখির ডানায় একে দিই বিষন্ন সন্ধ্যা
মেঘের দেয়ালে লেগে থাকে ছোপ ছোপ রক্তের দাগ
আকাশটা মনে হয় খাচা।
রাত গর্ভবতী হলে চোখের সমুদ্রে ঝরে শিশিরের ঘাম
অনুক্ত প্রত্যাশায় জেগে থাকে কাঠ ঠোকরা হৃদয়
পরাজিত সৈনিকের মতো
নীল নীরবতা বাতাসে বাতাসে ছড়ায়
বেদনার ডাক নাম।
# ২৯/০৮/১৬
- আরিফ মুহাম্মদ
পিঙ্গল দিন শেষে ক্লান্ত বিকেলে
তোমার দরজায় এসে দাড়াই
যা কিছু পাই ঘূর্ণায় অথবা করুণায়-
নীড় ফেরা পাখির ডানায় একে দিই বিষন্ন সন্ধ্যা
মেঘের দেয়ালে লেগে থাকে ছোপ ছোপ রক্তের দাগ
আকাশটা মনে হয় খাচা।
রাত গর্ভবতী হলে চোখের সমুদ্রে ঝরে শিশিরের ঘাম
অনুক্ত প্রত্যাশায় জেগে থাকে কাঠ ঠোকরা হৃদয়
পরাজিত সৈনিকের মতো
নীল নীরবতা বাতাসে বাতাসে ছড়ায়
বেদনার ডাক নাম।
# ২৯/০৮/১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০১/০৯/২০১৬ভাল।
-
সোলাইমান ৩০/০৮/২০১৬খুব সুন্দার হয়েছে
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/০৮/২০১৬কবিতার বষয় বস্তুটা ভাল লাগলো। কবিটার নান্দন্তত্বের দিকে আরো য্ত্নবান হতে হবে। সব মিলিয়ে ভাল লেগেছে।
-
মোবারক হোসেন ৩০/০৮/২০১৬ভাল
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৮/২০১৬ভালো হয়েছে।
-
মোনালিসা ৩০/০৮/২০১৬সুন্দর কবিতা।