বেদনার নিঃশ্বাসে
পাখির ডানায় সন্ধ্যা নামায়
চোখের তারায় ঘনিয়ে আসা রাত
জোছনার শরীরে বিম্বিত হয় ঝলসানো দিন
মেঘের সিড়িতে থমকে যায় ঋদ্ধ ভোর
বুক পাজরে ক্ষত বিক্ষত স্মৃতির করিডোর
আর পুড়ে যায় উর্বর স্বপ্ন শৈবাল
বেদনার নিঃশ্বাসে নিঃশ্বাস....
চোখের তারায় ঘনিয়ে আসা রাত
জোছনার শরীরে বিম্বিত হয় ঝলসানো দিন
মেঘের সিড়িতে থমকে যায় ঋদ্ধ ভোর
বুক পাজরে ক্ষত বিক্ষত স্মৃতির করিডোর
আর পুড়ে যায় উর্বর স্বপ্ন শৈবাল
বেদনার নিঃশ্বাসে নিঃশ্বাস....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৬/০৭/২০১৬অনবদ্য রচনা!
-
সভ্যচাষী সপ্তম ০৭/০৭/২০১৬’ সিড়িতে থমকে যায় ঋদ্ধ ভোর ‘ সুন্দর বলেচেন
-
নাবিক ৩০/০৬/২০১৬ভালো লাগলো
-
পরশ ৩০/০৬/২০১৬খুব ভাল
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩০/০৬/২০১৬'' পাখির ডানায় সন্ধ্যা নামায়''
দারুণ সুচনা আর দারুণ অভিব্যক্তি।।
ধন্যবাদ -
অঙ্কুর মজুমদার ৩০/০৬/২০১৬nice
-
মনীষ তালধী ৩০/০৬/২০১৬খুব ভালো