তোমার জন্য
আমি কাঁদতে ভালবাসি,
কাঁদাতে নয়।
আমি কষ্ট পেতে ভালবাসি,
কষ্ট দিতে নয়।
আমি উত্তপ্ত আঁখি জলে
ভাসতে পারি,
ভাসাতে নয়।
আমি শুধু তোমার জন্য
জ্বলন্ত অগ্নিকুণ্ডে পুড়তে পারি,
পোড়াতে নয়।
আমি মন কে ভালবাসি,
তোমার রুপকে নয়।
আমি সবকিছু ভুলতে পারি,
কিন্তু তোমাকে নয়।
কাঁদাতে নয়।
আমি কষ্ট পেতে ভালবাসি,
কষ্ট দিতে নয়।
আমি উত্তপ্ত আঁখি জলে
ভাসতে পারি,
ভাসাতে নয়।
আমি শুধু তোমার জন্য
জ্বলন্ত অগ্নিকুণ্ডে পুড়তে পারি,
পোড়াতে নয়।
আমি মন কে ভালবাসি,
তোমার রুপকে নয়।
আমি সবকিছু ভুলতে পারি,
কিন্তু তোমাকে নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ০৩/১১/২০১৪আপনার নামকরণের সাথে কবিতার বোধটি কন্ট্রাডিক্টরি হলো না কবি? ... সহজ বোধের একটি কবিতা । ভালো লাগলো। তবে আমাদের তরুণ কবিদের এইরকম তরল প্রেমের কবিতার খোলস থেকে বেরিয়ে আসতে হবে। কবিতার বোধটিকে করতে হবে অসীম প্রসারিত।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১১/২০১৪সবাই তো স্বার্থপর। আপনি একজন যে নাকি শুধু...........। সেলুট আপনার ভালো মানসিকতা কে।
-
মোহাম্মদ তারেক ৩১/১০/২০১৪ভাল লাগল আপনার লেখা,,,, সকলের চিন্তাটা যদি এমনটাই হতো, অনেক সুন্দর হয়ে উঠত পৃথিবী।
-
অনিরুদ্ধ বুলবুল ৩১/১০/২০১৪বেশ ভাল লাগল।
অভিনন্দন। -
জাহেদুল ইসলাম ( চাটগাঁও) ৩১/১০/২০১৪অল্পতে খুব সুন্দর।
-
শিমুল শুভ্র ৩১/১০/২০১৪আসরে সু স্বাগতম
কবিতা বেশ ভালো লাগল ।