তুমি যখন ছিলে
কাছে ছিলে যখন, বুঝতে পারিনি তুমি কতটা আমার ছিলে,
আজ দূরে আছো বলে বুঝি কতটা তুমি আমার নও!
তোমার ছোট ছোট চাওয়া ছিল আমার কাছে গুরুত্বহীন!
তাতে তোমার কোন রাগ ছিলনা,
কোন অভিমান ছিলনা, ছিলনা কোন অভিযোগ!
মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম
-'তোমার রাগ হয়না? '
তুমি একগাল হেসে বলতে
-'রাগ হবে কেন? আমি তো তুমিই, নিজের উপর নিজের রাগ করতে নেই।'
তখনও বুঝিনি কতটা তুমি আমার ছিলে!
জ্যোৎস্নায় ভিজতে রাতে ছাদে যাওয়ার বাহানা,
কতবার বিরস মুখে না করে দিয়েছি তার হিসাব নেই।
এখন আমি একাই জ্যোৎস্নায় ভিজি, স্নান করি
মন চাইলে ভাসি, মন চাইলে ডুবি!
জ্যোৎস্নায় ভিজতে ভিজতে ভাবি কতটা তুমি আমার ছিলে।
তোমার বারবার চিরকুটে লেখা ভালোবাসার কথা,
উত্তর যে দিতে হবে সেটা ধারণাও ছিলনা।
আমি তো ঠাট্টার ছলে নিতাম শুধু!
তুমি হয়তো ভিতরে ভিতরে কষ্টই পেতে!
তাও বুঝতে পারিনি আমি!
এখন তোমার প্রতিটা চিরকুটের উত্তর
আমি প্রতিদিন লিখি, লিখি আমার দিলে,
এখন বুঝি কতটা তুমি আমার ছিলে!
১১ মে ২০২০
দলুইপুর
আজ দূরে আছো বলে বুঝি কতটা তুমি আমার নও!
তোমার ছোট ছোট চাওয়া ছিল আমার কাছে গুরুত্বহীন!
তাতে তোমার কোন রাগ ছিলনা,
কোন অভিমান ছিলনা, ছিলনা কোন অভিযোগ!
মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম
-'তোমার রাগ হয়না? '
তুমি একগাল হেসে বলতে
-'রাগ হবে কেন? আমি তো তুমিই, নিজের উপর নিজের রাগ করতে নেই।'
তখনও বুঝিনি কতটা তুমি আমার ছিলে!
জ্যোৎস্নায় ভিজতে রাতে ছাদে যাওয়ার বাহানা,
কতবার বিরস মুখে না করে দিয়েছি তার হিসাব নেই।
এখন আমি একাই জ্যোৎস্নায় ভিজি, স্নান করি
মন চাইলে ভাসি, মন চাইলে ডুবি!
জ্যোৎস্নায় ভিজতে ভিজতে ভাবি কতটা তুমি আমার ছিলে।
তোমার বারবার চিরকুটে লেখা ভালোবাসার কথা,
উত্তর যে দিতে হবে সেটা ধারণাও ছিলনা।
আমি তো ঠাট্টার ছলে নিতাম শুধু!
তুমি হয়তো ভিতরে ভিতরে কষ্টই পেতে!
তাও বুঝতে পারিনি আমি!
এখন তোমার প্রতিটা চিরকুটের উত্তর
আমি প্রতিদিন লিখি, লিখি আমার দিলে,
এখন বুঝি কতটা তুমি আমার ছিলে!
১১ মে ২০২০
দলুইপুর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসমাইল জসীম ১২/০৫/২০২০আসলেই চোখের আড়াল হলেই বুঝা যায় , কে কার কত আপন। ভালবাসার মানুষটা কাছে থাকলে কদর বুঝে না। একটু দূরে গেলেই বুঝা তাকে আমি কতটা ভালবাসি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৫/২০২০Excellent.
-
দীপজয় গাঙ্গুলী ১২/০৫/২০২০কিছু উপমা অতি সুন্দর ব্যবহার হয়েছে।
-
রবিউল আলম ১২/০৫/২০২০Khub sundor lekhoni
-
সিবগাতুর রহমান ১২/০৫/২০২০এক অব্যাক্ত ভালোবাসার পরিস্ফুটন। অসাধারণ লিখেছেন কবি।
-
ফয়জুল মহী ১২/০৫/২০২০Valo laglo