সাজলে তুমি
কে দিয়েছে কপাল জুড়ে
টিপটি তোমার এঁকে?
পরীর মতো লাগছে তাই
হাঁটছো কোমর বেঁকে?
এমন করে চুলটি তোমার
কে বা দিল বেঁধে,
প্রশংসাটা তাই বলে কি
শুনুন লাগবে সেধে?
এমন করে পরীর মতো
কে যে সাজতে বলে,
অন্য কেউ দেখলে তোমায়
গা টা যে মোর জ্বলে!
১৩ আগস্ট ২০১৫
জ্যোৎস্না প্লাবন
টিপটি তোমার এঁকে?
পরীর মতো লাগছে তাই
হাঁটছো কোমর বেঁকে?
এমন করে চুলটি তোমার
কে বা দিল বেঁধে,
প্রশংসাটা তাই বলে কি
শুনুন লাগবে সেধে?
এমন করে পরীর মতো
কে যে সাজতে বলে,
অন্য কেউ দেখলে তোমায়
গা টা যে মোর জ্বলে!
১৩ আগস্ট ২০১৫
জ্যোৎস্না প্লাবন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাকিব চৌধুরী শিশির ০৩/০৬/২০১৬চমৎকার
-
মোবারক হোসেন ০৬/০৩/২০১৬ভাল
-
প্রদীপ চৌধুরী. ০৫/০৩/২০১৬বাহ দারুণ ভাববাদী কবিতা
-
হরিশ বর্মন (বুলবুলি) ০৫/০৩/২০১৬ভালো লাগলো। তবে শব্দ চয়নে আর একটু মনযোগী হওয়া দরকার।
-
হাসান কাবীর ০৫/০৩/২০১৬ভালো হয়েছে ছন্দ গঠনে আরেকটু মনোযোগী হলে আরো ভালো লাগতো।
-
পরশ ০৪/০৩/২০১৬মনে গেঁথে গেছে
-
মাহাবুব ০৪/০৩/২০১৬বেশ, কবিতাটা।
শুভেচ্ছা। -
দেবাশীষ দিপন ০৪/০৩/২০১৬সুন্দর।