মনে পড়ে নদবালিকা
তোমার নিস্তব্ধ নদ তটে বসা বৈকালগুলো
আজকাল ধোঁয়াটে, মাঘ প্রভাতের কুয়াশার মতন
যেন বহু বছরের পুরনো স্বপ্ন!
মেঘ করা বৈকালে একলা ছাদে
কেমন নিঃশব্দে জীবন্ত হয়ে ওঠে।
কেঁপে ওঠে তোমাতে আহত হৃদয়
ভালো আছো তো নদবালিকা?
নদের অভিমানী বর্ষা-বানে
ক্ষণে ক্ষণে মুছে গেছে তোমার চরণচিহ্ন!
তোমার মতো তোমার দিনগুলোও
বুক পেতে বাঁধা যায় না!
ভুলে যাওয়া, নীলখামের চিঠির দিনগুলো
নীল আকাশ দেখলেই জীবন্ত হয়ে ওঠে।
কেঁপে ওঠে আহত বুকের ভেতর
ভালো আছো তো নদবালিকা?
২৬ ফেব্রুয়ারী ২০১৬
জ্যোৎস্না প্লাবন, যশোর।
আজকাল ধোঁয়াটে, মাঘ প্রভাতের কুয়াশার মতন
যেন বহু বছরের পুরনো স্বপ্ন!
মেঘ করা বৈকালে একলা ছাদে
কেমন নিঃশব্দে জীবন্ত হয়ে ওঠে।
কেঁপে ওঠে তোমাতে আহত হৃদয়
ভালো আছো তো নদবালিকা?
নদের অভিমানী বর্ষা-বানে
ক্ষণে ক্ষণে মুছে গেছে তোমার চরণচিহ্ন!
তোমার মতো তোমার দিনগুলোও
বুক পেতে বাঁধা যায় না!
ভুলে যাওয়া, নীলখামের চিঠির দিনগুলো
নীল আকাশ দেখলেই জীবন্ত হয়ে ওঠে।
কেঁপে ওঠে আহত বুকের ভেতর
ভালো আছো তো নদবালিকা?
২৬ ফেব্রুয়ারী ২০১৬
জ্যোৎস্না প্লাবন, যশোর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২৮/০২/২০১৬এ শুধু অব্যক্ত আকুতি নয়। অমলিন স্মৃতির এক বিষ্ময়কর বহিঃপ্রকাশও বটে।
-
এস, এম, আরশাদ ইমাম ২৮/০২/২০১৬এমন আকুতির মন্ত্র একবার কানে গেলে ভালো না থেকে কি পারা যায়।
-
ধ্রুব রাসেল ২৮/০২/২০১৬দারুণ
-
মনিরুজ্জামান জীবন ২৭/০২/২০১৬চমৎকার।
-
প্রদীপ চৌধুরী. ২৭/০২/২০১৬অসাধারণ প্রকাশ কবিতায় বিরহের চিহ্ন ফুটে উঠেছে|