তুই যে আমার
তুই যে আমার বৃষ্টি-দিনের
ছিঁড়া এক ছাতা,
তুই যে আমার ভীষণ শীতের
ফুটো এক কাঁথা!
তুই যে আমার আঁধার রাতের
ভাঙা টেমির আলো,
তুই যে আমার রাজকন্যা
গায়ের রঙটায় যা কালো!
তুই যে আমার বনলতা
মাথাটা না হয় টাক,
তুই যে আমার মোনালিসা
হাসি মুখে নাই থাক!
তুই যে আমার দুখের দিনে
একটু সুখের পরশ,
শ্বশুর-শ্বাশুড়ীর সামনে তুই
ক্যামনে হাতটা ধরস্?
November 10, 2014
at 9:31pm
ছিঁড়া এক ছাতা,
তুই যে আমার ভীষণ শীতের
ফুটো এক কাঁথা!
তুই যে আমার আঁধার রাতের
ভাঙা টেমির আলো,
তুই যে আমার রাজকন্যা
গায়ের রঙটায় যা কালো!
তুই যে আমার বনলতা
মাথাটা না হয় টাক,
তুই যে আমার মোনালিসা
হাসি মুখে নাই থাক!
তুই যে আমার দুখের দিনে
একটু সুখের পরশ,
শ্বশুর-শ্বাশুড়ীর সামনে তুই
ক্যামনে হাতটা ধরস্?
November 10, 2014
at 9:31pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ২৮/০৩/২০১৬মজার
-
হাসান কাবীর ২৬/০২/২০১৬মজা পেয়েছি, বনলতার মাথায় টাক, শুভেচ্ছা।
-
নির্ঝর ২৪/০২/২০১৬অসাধারন
-
রাকিব চৌধুরী শিশির ২৩/০২/২০১৬খুব ভাল হয়েছে............
-
মাহাবুব ২৩/০২/২০১৬বেশ হয়েছে, শুভেচ্ছা কবি।
-
মোবারক হোসেন ২৩/০২/২০১৬ভাল
-
শান্তনু ব্যানার্জ্জী ২৩/০২/২০১৬হা হা হা , বেশ বেশ
-
এস, এম, আরশাদ ইমাম ২২/০২/২০১৬কী হলো শেষে? এত ক্লান্তি হেসে!!
-
হৃদয় অন্তর ইয়াছিন ২২/০২/২০১৬বাহহহ!!!