শান্তির ঠিকানা
কোন খানে ভাই তোমার বাড়ি
কোন শহর-গাঁয়ে?
কোন খানে তুমি বিরাম নাও
কোন সে বটের ছায়ে?
কোন সে পথে চল রে ভাই
কেমন তোমার যান?
এতো চিৎকার, ডাকা-ডাকিতেও
ফাটে না তোমার কান?
তুমি সখা এতো যে আপন
বসত নিজ মনে,
সততার সাথে সৎ কর্মে
বুঝেছি ক্ষণে ক্ষণে!
১৯ ফেব্রুয়ারী ২০১৬
জ্যোৎস্না প্লাবন, যশোর।
কোন শহর-গাঁয়ে?
কোন খানে তুমি বিরাম নাও
কোন সে বটের ছায়ে?
কোন সে পথে চল রে ভাই
কেমন তোমার যান?
এতো চিৎকার, ডাকা-ডাকিতেও
ফাটে না তোমার কান?
তুমি সখা এতো যে আপন
বসত নিজ মনে,
সততার সাথে সৎ কর্মে
বুঝেছি ক্ষণে ক্ষণে!
১৯ ফেব্রুয়ারী ২০১৬
জ্যোৎস্না প্লাবন, যশোর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২১/০২/২০১৬ভালো হয়েছে।
-
মাহাবুব ২১/০২/২০১৬কবি,বেশ ভালো লিখেছেন, শুভেচ্ছা, ভালো থাকবেন।
-
ধ্রুব রাসেল ২০/০২/২০১৬অনেক ভাল লিখেছেন।
-
মোঃ মুসা খান ২০/০২/২০১৬darun
-
মনিরুজ্জামান জীবন ১৯/০২/২০১৬স্নিগ্ধ প্রকাশ।