সময়
সময় তুই কেমন করে হাঁটিস
তোর কেমন লম্বা পা,
এক মুহূর্তে পাড়ি দিস
দীর্ঘ পথের গাঁ!
সকাল না হতেই দুপুর আনিস
রাত না হতেই ভোর,
বুঝতে না বুঝতেই বুড়ো হয়েছি
কাটেনি শৈশব-ঘোর!
তুই কেমন করে ছুটিস রে ভাই
এমন রুদ্ধশ্বাসে,
শৈশব-যৌবন হারিয়ে গেল
এক নিঃশ্বাসে!
তোর আসবে কবে একটুখানি
ক্লান্তি-অলসতা,
সেই সুযোগে বলে নিতাম
মনের হাজার কথা।
তোর একই পথে চলতে গিয়ে
কবে লাগবে ঘোর,
সন্ধ্যার পর এনে দিবি
নতুন আরেক ভোর!
তোর যা লাগে অর্থ-কড়ি
যা রে ভাই নিয়ে,
সময়-ঘড়ি থামিয়ে রাখ
চির-যৌবন দিয়ে!
৮ সেপ্টেম্বর ২০১৫
জ্যোৎস্না প্লাবন
তোর কেমন লম্বা পা,
এক মুহূর্তে পাড়ি দিস
দীর্ঘ পথের গাঁ!
সকাল না হতেই দুপুর আনিস
রাত না হতেই ভোর,
বুঝতে না বুঝতেই বুড়ো হয়েছি
কাটেনি শৈশব-ঘোর!
তুই কেমন করে ছুটিস রে ভাই
এমন রুদ্ধশ্বাসে,
শৈশব-যৌবন হারিয়ে গেল
এক নিঃশ্বাসে!
তোর আসবে কবে একটুখানি
ক্লান্তি-অলসতা,
সেই সুযোগে বলে নিতাম
মনের হাজার কথা।
তোর একই পথে চলতে গিয়ে
কবে লাগবে ঘোর,
সন্ধ্যার পর এনে দিবি
নতুন আরেক ভোর!
তোর যা লাগে অর্থ-কড়ি
যা রে ভাই নিয়ে,
সময়-ঘড়ি থামিয়ে রাখ
চির-যৌবন দিয়ে!
৮ সেপ্টেম্বর ২০১৫
জ্যোৎস্না প্লাবন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ২০/০২/২০১৬মন্ত্রমুগ্ধ লেখা।
-
প্রদীপ চৌধুরী. ১৮/০২/২০১৬পা এর সাথে গা মেলেনা তেমনই অলসতার সাথে কথা , এবং রুদ্ধশ্বাসের সাথে নিঃশ্বাসে
-
প্রদীপ চৌধুরী. ১৮/০২/২০১৬খুব ভালো হয়েছে বানানের দিকে একটু সতর্ক হলে আরো ভাল হবে|
-
ধ্রুব রাসেল ১৮/০২/২০১৬অসাধারণ লিখেছেন।
-
মোঃ মুসা খান ১৮/০২/২০১৬ওয়ও দারুন
-
আশরাফুল ইসলাম শিমুল ১৮/০২/২০১৬খুব ভালো লেখেন আপনি