আমাদের পাড়া
আমাদের পাড়ায় ঝগড়া হয়না
চলে রক্তারক্তি,
আমাদের পাড়ায় ভয়ের চোটে
সামনে নেতার ভক্তি!
আমাদের পাড়ায় দশ না পেরুতে
ছেলের হাতে গাঁজা,
আমাদের পাড়ায় দুর্বল হলে
লাথি-গুতা সাজা!
আমাদের পাড়ায় সন্ধ্যা হলে
চোরের বাহাদুরি,
আমাদের পাড়ায় বিচার মেলেনা
নেতার পা-হাত ধুরি।
আমাদের পাড়ায় দিন-দুপুরে
চলে গুলি-বোমা,
আমাদের পাড়ায় চোর-পুলিশে
খায় যে বসে চুমা!
আমাদের পাড়ায় চাঁদা না দিলে
চলাফেরায় মানা,
আমাদের পাড়ায় জন্ম নিলে
জ্বলবে ষোলো আনা।
১০ জানুয়ারী ২০১৬
জ্যোৎস্না প্লাবন, যশোর।
চলে রক্তারক্তি,
আমাদের পাড়ায় ভয়ের চোটে
সামনে নেতার ভক্তি!
আমাদের পাড়ায় দশ না পেরুতে
ছেলের হাতে গাঁজা,
আমাদের পাড়ায় দুর্বল হলে
লাথি-গুতা সাজা!
আমাদের পাড়ায় সন্ধ্যা হলে
চোরের বাহাদুরি,
আমাদের পাড়ায় বিচার মেলেনা
নেতার পা-হাত ধুরি।
আমাদের পাড়ায় দিন-দুপুরে
চলে গুলি-বোমা,
আমাদের পাড়ায় চোর-পুলিশে
খায় যে বসে চুমা!
আমাদের পাড়ায় চাঁদা না দিলে
চলাফেরায় মানা,
আমাদের পাড়ায় জন্ম নিলে
জ্বলবে ষোলো আনা।
১০ জানুয়ারী ২০১৬
জ্যোৎস্না প্লাবন, যশোর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ১৬/০২/২০১৬ধন্যবাদ কবি।
-
নির্ঝর ১৬/০২/২০১৬সমতায় ভাল
-
অভিষেক মিত্র ১৬/০২/২০১৬বাঃ
-
মনিরুজ্জামান জীবন ১৫/০২/২০১৬অসাধারণ আত্মশুদ্ধির লেখা কবি।
-
ধ্রুব রাসেল ১৫/০২/২০১৬ভাল লাগলো। আরো ভাল হওয়া চাই।
-
নির্ঝর ১৫/০২/২০১৬আর একটু ভাল দরকার
-
নির্ঝর ১৫/০২/২০১৬ভাল হয়েছে
-
বিদ্রোহী ফাহিম খান ১৫/০২/২০১৬ভালো লিখেছেন! সবাই মিলে একত্ব হোন এবং গড়ে তুলুন বাসযোগ্য সু সুন্দর একটি গ্রাম! এটা আপনার সবার কর্তব্য!
-
দেবাশীষ দিপন ১৫/০২/২০১৬সুন্দর।
-
রাশেদ খাঁন ১৫/০২/২০১৬nice
-
দেবব্রত সান্যাল ১৫/০২/২০১৬আপনাদের পাড়াকে বাসযোগ্য করে তুলুন, সেই কামনা করি। অন্ত্য মিলের দায়ে কিছু শব্দ এসেছে। ধুরি ?
বোমার সাথে চুমার মিল চলেনা।