চোর
আজ দুপুরে ঘুমিয়ে মেসে
খোলাই ছিল দোর,
সেই সুযোগে মোবাইল নিয়ে
দৌঁড় দিয়েছে চোর!
আমরা তো ভাই পিছু নিয়েছি
হাতে বাঁশের লাঠি,
অবশেষে চোর ধরেই
ভেঙেছি সাটার-কাটি!
আমরা তো ভাই দারুণ খুশি
মিটেছে মনের জ্বালা,
এবার দাও ক্ষতি পূরণ
নয়তো ঘরে তালা!
চোর মেরে এখন দেখি
পড়েছি মহা ফাঁদে,
জরিমানা হবে, সাজা হবে
বোধ হয় একটু বাদে!
...........................
বিঃদ্রঃ পুরোপুরি সত্য ঘটনা অবলম্বণে লেখা!
27.02.2015
খোলাই ছিল দোর,
সেই সুযোগে মোবাইল নিয়ে
দৌঁড় দিয়েছে চোর!
আমরা তো ভাই পিছু নিয়েছি
হাতে বাঁশের লাঠি,
অবশেষে চোর ধরেই
ভেঙেছি সাটার-কাটি!
আমরা তো ভাই দারুণ খুশি
মিটেছে মনের জ্বালা,
এবার দাও ক্ষতি পূরণ
নয়তো ঘরে তালা!
চোর মেরে এখন দেখি
পড়েছি মহা ফাঁদে,
জরিমানা হবে, সাজা হবে
বোধ হয় একটু বাদে!
...........................
বিঃদ্রঃ পুরোপুরি সত্য ঘটনা অবলম্বণে লেখা!
27.02.2015
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুব রাসেল ২০/০২/২০১৬গরু মেরে জুতো দান....হা হা হা! ভাল লাগলো।
-
মনিরুজ্জামান জীবন ২০/০২/২০১৬বাহ! খুব সুন্দর প্রকাশ।
-
মোঃ মুসা খান ১৯/০২/২০১৬poram
-
প্রদীপ চৌধুরী. ১৯/০২/২০১৬ভালো লাগলো
-
নির্ঝর ১৯/০২/২০১৬ভাল লেখেছেন
-
মাহাবুব ১৯/০২/২০১৬বেশ ভালো লেখা,তবে দেখেছেন চোরের কতো জালা।
জিনিশও নেয় আবার মাইরও খায়... -
দেবব্রত সান্যাল ১৭/০২/২০১৬সাটার-কাটি অর্থ বুঝলাম না।