হাসতে গেছি ভুলে
হাসতে গেছি ভুলে রে ভাই
হাসতে গেছি ভুলে,
চিন্তার মহাসমুদ্র পরে
শূন্যে আছি ঝুলে!
আয়ের চেয়ে ব্যয় বেশি
ধারের উপর চলি,
আপনেরাই দিচ্ছে পীড়া
কার সাথে আর বলি!
রোগ-ব্যাধি বেঁধেছে বাসা
দেহের সর্ব খানে,
কষ্টে মন জর্জরিত
তা কি কেউ আর জানে!
আপন জনেরে অন্যের হাতে
দিয়েছি ভাই তুলে,
হাসতে গেছি ভুলে রে ভাই
হাসতে গেছি ভুলে।
রচনাকাল- ১১ সেপ্টেম্বর ২০১৫
হাসতে গেছি ভুলে,
চিন্তার মহাসমুদ্র পরে
শূন্যে আছি ঝুলে!
আয়ের চেয়ে ব্যয় বেশি
ধারের উপর চলি,
আপনেরাই দিচ্ছে পীড়া
কার সাথে আর বলি!
রোগ-ব্যাধি বেঁধেছে বাসা
দেহের সর্ব খানে,
কষ্টে মন জর্জরিত
তা কি কেউ আর জানে!
আপন জনেরে অন্যের হাতে
দিয়েছি ভাই তুলে,
হাসতে গেছি ভুলে রে ভাই
হাসতে গেছি ভুলে।
রচনাকাল- ১১ সেপ্টেম্বর ২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নিলয় পারভেজ হৃদয় ১৪/০২/২০১৬বাহ! অনেক সুন্দর লাগলো।
-
মনিরুজ্জামান জীবন ১৩/০২/২০১৬এতো বড় কবি আপনি,
আপনার লেখায় ডুবে রই,
কেমনে বলেন মিছামিছি!
হাঁসতে গেছি ভুলে রে ভাই
হাঁসতে গেছি ভুলে!
সুন্দর ছন্দময়। -
রানাকবি ১২/০২/২০১৬কেমন কথা বল রে ভাই
হাসতে গেছো ভুলে
ভাই ব্রাদার একখানে হবো
হাসবো সবাই মিলে -
ধ্রুব রাসেল ১২/০২/২০১৬অসাধারণ গীতিময় কবিতা। ভাল লাগলো।
-
মাহাবুব ১১/০২/২০১৬হাসতে গেছি ভুলে, কষ্টকরে করবেন মনে পাবেন আবার ফিরে।
শুভেচ্ছা... -
আব্দুল্লাহ বিন জিয়াদ ১১/০২/২০১৬চমৎকার
-
বিদ্রোহী ফাহিম খান ১১/০২/২০১৬বাহ! চমৎকার লেখনী!
-
নির্ঝর ১১/০২/২০১৬ভালো লাগলো
-
দীপঙ্কর বেরা ১১/০২/২০১৬ঠিক তাই
ঠিক বলেছেন
ভাল লাগল -
হরেকৃষ্ণ দে ১১/০২/২০১৬বেশ ভালো লাগলো।হাসতে হবে যত কষ্ট থাক,থাক ব্যথা বেদনা।
ভালথাকবেন।