www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাকতাড়ুয়া

সত্য কথার মুখ নেই
সত্য শোনার ঝোঁক নেই
নেই, নেই, নেই
শুদ্ধ বায়ুর বুক নেই
আজকাল মানুষের মতো মানুষ হতে হলে
কাকতাড়ুয়া হতে হয়।

কাকতাড়ুয়া হলে বেশ সুবিধে বটে
চোখে দেখলেও দোষ নেই
কানে শুনলেও হুঁশ নেই
সবচেয়ে বড় কথা হলো
বোবার কোন শত্রু নেই।

আজকাল মানুষের মতো মানুষ হতে হলে
কাকতাড়ুয়া হতে হয়,
পাচাটা চাটুকারদের মতো
কালো টাকার মালিক হওয়া যায়
শিক্ষিত, মেধাবী, যুবকরা বেকারত্বের অভিশাপে
পিতার সামনে দাঁড়াতে না পেরে
অন্ধকার পথে হাঁটলেও আমাদের নেতাদের
সেকেন্ড হোম থাকে পরবাসে।
হামলা মামলার কোন ভয় নেই
এসব মামুলি ব্যপার সাইট পকেটেই থাকে।

আজকাল মানুষের মতো মানুষ হতে হলে
ছলাকলা বিদ্যে ভালো জানতে হয়
অসহায় দূর্বল কৃষক শ্রমিকদের পেটে
নিঃশব্দে লাথি মারতে হয়
একটু শব্দ হলে বেশ ঝামেলা পোহাতে হবে।
স্রোতে ভাসা আমজনতা বড্ড বোকা হলেও
কেউ আঙুল দিয়ে দেখিয়ে দিলে
সামনের হাতি না দেখলেও
পেছনের পিঁপড়েটা ভালো দেখ।

আজকাল মানুষের মতো মানুষ হতে হলে
কাকতাড়ুয়া হতে হয়
আধুনিক যুগে সত্য বলা মানুষগুলো
বড্ড বেমানান, ওদের হজমশক্তি কম
দেশ মানবতার ক্ষতি দেখলেই বমি হয়ে যায়
গোপন রাখার পাসওয়ার্ড নেই
সত্য বাবুরা বড্ড বেমানান।

বললাম নে বাপু তোরা কিছু খা আমরাও খাই
লুটেপুটে খেয়ে হজম শক্তিটা বৃদ্ধি কর
কে কার কথা শুনে দিলো বমি করে সব জাতির কাছে
তাই হলো সর্বনাশ।
বেশ কটা দিন নিরব গেলেও
হঠাৎ একদিন খবর এলো গরম খবর
কে-বা কারা যেন সত্য বাবুকে হামলা করেছে
বা হাতে বৃদ্ধাঙ্গুলি ও পা কেটে নিয়ে গেছে
পেপার, টিভি, সোস্যাল মিডিয়া পাড়ায়
বেশ কটা দিন গরম হয়ে ওঠেছে
ঘুমন্ত বিবেকহীনরা ও না-কি কেঁদেছে
তারপর আবার যে দিন সেই রাত
সবি স্বাভাবিক অবস্থায় ফিরে এলো
শুধু ফিরে এলোনা সত্য বাবু
আজকাল মানুষের মতো মানুষ হতে হলে
কাকতাড়ুয়া হতে হয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast